. রাসেল শেখ, নড়াইল জেলা প্রতিনিধি:
নড়াইল জেলার কালিয়া উপজেলায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ভারতীয় মদসহ এক নারী মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (৪ এপ্রিল) বিকেল ৩টা ৪০ মিনিটের দিকে কালিয়া থানার এসআই এইচ এম সাইফুল্লাহ, সঙ্গীয় নারী কনস্টেবলসহ অভিযান চালিয়ে ওই নারীকে আটক করেন। আটককৃত নারী হালিমা বেগম (৪৫), পিতা- কাজী মান্দার আলী, স্বামী- মৃত কালাম, যশোর জেলার ঝিকরগাছা থানার নাভারণ গ্রামের বাসিন্দা। পুলিশ জানায়, হালিমা বেগম দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকা থেকে অবৈধভাবে ভারতীয় মদ সংগ্রহ করে বিভিন্ন এলাকায় সরবরাহ করতেন। তাকে বৃহস্পতিবার বিকেলে কালিয়া উপজেলার কাঞ্চনপুর খেয়াঘাট এলাকা থেকে আটক করা হয়।
তদন্তে আরও জানা গেছে, হালিমার বিরুদ্ধে আগেও মাদকের মামলা রয়েছে। বেনাপোল পোর্ট থানায় ২০২২ সালের ৩ ফেব্রুয়ারি ৬/৪৬ নম্বর একটি মামলা তার বিরুদ্ধে চলমান রয়েছে।
কালিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ রাশেদুল ইসলাম বলেন, “আটক হালিমা বেগমের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। আগামী ৫ এপ্রিল তাকে আদালতে পাঠানো হবে। মাদকবিরোধী অভিযানে আপনাদের সহযোগিতা পেলে আমরা অচিরেই কালিয়া উপজেলা কে মাদকমুক্ত করতে সক্ষম হবে নড়াইল জেলা পুলিশ প্রশাসন।
Leave a Reply