খায়রুল বাশার (মিঠু)
ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধিঃ
পাবনার ঈশ্বরদীতে আশরাফুল উলুম ক্বাওমী মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৫ এপ্রিল) মাদ্রাসা প্রাঙ্গণে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আশরাফুল উলুম ক্বাওমী মাদ্রাসা ও এতিমখানা পরিচালনা কমিটির সভাপতি হুমায়ন কবির দুলাল সরদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন ফকিরের সার্বিক তত্বাবধায়নে অনুষ্ঠানে মাদ্রাসার শিক্ষক, ছাত্র, এতিম শিশুসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। ঈদের আনন্দকে ভাগাভাগি করে নিতে আয়োজিত এই পুনর্মিলনীতে ছিল কোরআন তেলাওয়াত, ইসলামী গান, আলোচনা সভা ও দোয়া মাহফিল।
মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি হুমায়ুন কবির দুলাল সরদার বলেন, “মাদ্রাসা ও মসজিদের কার্যক্রম এবং ইসলামের সুন্দর বার্তা সাধারণ মানুষের সামনে তুলে ধরতেই মূলত এ ধরনের ঈদ পুনর্মিলনীর আয়োজন করা হয়েছে। এতে করে এলাকাবাসী একত্রিত হওয়ার সুযোগ পায়, পাশাপাশি ধর্মীয় শিক্ষা ও সামাজিক সম্প্রীতিও বৃদ্ধি পায়। ভবিষ্যতেও এ ধরণের আয়োজন অব্যাহত থাকবে।”
এ সময় মাদ্রাসার মেধাবী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে আগত অতিথিরা বলেন, শিক্ষা ও নৈতিক উন্নয়নে উৎসাহিত করতেই শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
এছাড়াও অনুষ্ঠানে অংশ নেওয়া স্থানীয় যুবকরাও তাদের অনুভূতি প্রকাশ করেন। তারা বলেন, “এধরনের সামাজিক ও ধর্মীয় আয়োজনে যুবসমাজের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভবিষ্যতে সমাজের সকল ভালো কাজে যুবকরাই যদি এগিয়ে আসে তাহলে সমাজে ইতিবাচক পরিবর্তন সম্ভব।”
পরিশেষে মাদ্রাসার ছাত্র, তাদের অভিভাবক এবং এলাকার উপস্থিত সকল মানুষের মাঝে খাবার বিতরণ ও বিশেষ দোয়ার মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়।
Leave a Reply