বিএম আজাহার উদ্দিন
কালকিনি (মাদারীপুর) প্রতিনিধিঃ
মাদারীপুরের কালকিনির পৌর এলাকার ০৭নং ওয়ার্ডে জে.আর.এম ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (০৭ এপ্রিল) বিকাল ৩ টায় উত্তর রাজদী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পার্শ্ববর্তী একটি মাঠে সবুজ সংঘ ক্লাবের উদ্যোগে রেন্ডিতলা একাদশ ও গোপালপুর একাদশ দলের মধ্যকার বিশাল এক ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
ফাইনাল খেলায় টস জিতে প্রথমে ব্যাট করতে নামে গোপালপুর একাদশ, তারা নির্ধারিত ১২ ওভারে ১৮৪ রানের বিশাল পাহাড় গড়ে। জয়ের লক্ষ্যে ব্যাট করতে নামে রেন্ডিতলা একাদশ। তারা ১২ ওভারে ১৪০ রান করে। ফলে, গোপালপুর একাদশ ৪৫ রানের বিশাল এক জয়লাভ করে চ্যাম্পিয়ান হওয়ার গৌরব অর্জন করে।
খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের অতিথিবৃন্দ। চ্যাম্পিয়ন দল ও রানার্সআপ দলকে প্রাইজমানি প্রদান করা হয়।
আয়োজকরা জানান, শরীর ও মন সুস্থ রাখতে খেলাধূলার কোন বিকল্প নাই। মূলত, যুবকদের মাদক থেকে দূরে রাখতে এই খেলার আয়োজন করা হয়।
খেলা দেখার জন্য হাজার হাজার ক্রীড়াপ্রেমী দর্শকে মাঠ ছিল কানায় কানায় পরিপূর্ণ। খেলায় টান টান উত্তেজনা বিরাজমান ছিল। এসময় প্রাণের স্পন্দন ঘটতে দেখা যায়। এছাড়া খেলা শেষে আতশবাজি ফোটানো হয়।