এসডি সোহেল রানা স্টাফ রিপোর্টার,
সারাদেশের ন্যায় শেরপুর জেলায় আজ ১০ এপ্রিল ২০২৫ খ্রিঃ তারিখ থেকে শুরু হওয়া এসএসসি ও সমমান পরীক্ষা-২০২৫ এর পরীক্ষার কেন্দ্রের সার্বিক নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি পরিদর্শন করা হয়েছে।
বৃহস্পতিবার (১০ এপ্রিল) সকালে শেরপুর পৌরশহরের পরীক্ষার বিভিন্ন কেন্দ্রসমূহ সরজমিনে পরিদর্শন করেন শেরপুর জেলার সুযোগ্য পুলিশ সুপার মোঃ আমিনুল ইসলাম।
পরিদর্শনকালে পুলিশ সুপার মহোদয় পরীক্ষার কেন্দ্রের নিরাপত্তা পরিস্থিতি, শিক্ষার্থীদের নিরাপত্তা ও কেন্দ্রের সার্বিক পরিবেশ পর্যবেক্ষণ করেন এবং পরীক্ষার পূর্বে ও পরে যানযট নিরসন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির সার্বিক কার্যক্রম তদারকি করেন।
এ সময় শেরপুর সদর থানার অফিসার ইনচার্জ
মোঃ জুবায়দুল আলমসহ পরীক্ষায় সংশ্লিষ্ট সম্মানিত শিক্ষকমন্ডলীগণ উপস্থিত ছিলেন।
Leave a Reply