চাঁদপুর প্রতিনিধিঃ
চাঁদপুর সদর উপজেলার হানারচর ইউনিয়নে নিরীহ পরিবারের উপর হামলা এবং বসতবাড়ি ভাঙচুর করা হয়েছে বলে হারুন শেখ ও তার পুত্র সুজন শেখের বিরুদ্ধে অভিযোগ উঠেছে । গত ৮ই এপ্রিল মঙ্গলবার গোবিন্দিয়া গ্ৰামের দেওয়ান বাড়ীতে এই ঘটনা ঘটে। সন্ত্রাসী হামলায় দেওয়ান বাড়ীর জসিম দেওয়ানের স্ত্রী রুমা আক্তার (৩০), বৃদ্ধ মা এবং প্রতিবেশী মুক্তারকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম এবং পিটিয়ে আহত করা হয়।
স্থানীয় মৃত হাজী ফজলুর রহমান বেপারীর ছেলে টেলু বেপারীর(১৩নং হানারচর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক) নেতৃত্বে এই হামলা চালানো হয়েছে বলে আহতরা অভিযোগ করেন। এই ঘটনয় আহত রুমা আক্তার বাদী হয়ে চাঁদপুর মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
আহত স্ত্রী রুমা আক্তার অভিযোগ পত্রে উল্লেখ করেন, মঙ্গলবার সন্ধ্যায় স্থানীয় বাসিন্দা টেলু বেপারীর নেতৃত্বে হারুন শেখ, দেলোয়ার হোসেন বেপারী, সুজন শেখ, আলী আহম্মদ প্রঃ বাবু বেপারী, নান্টু বেপারী ও মিন্টু বেপারী শহ অজ্ঞাতনামা ৭/৮ জন দেশীয় অস্ত্র নিয়ে পূর্ব পরিকল্পিত ভাবে আমার বসত বাড়ীতে প্রবেশ করে তারা অতর্কিত ভাবে আমাকে হত্যার উদ্দেশ্যে আক্রমন করে। তারা ধারালো চাপাতি দিয়ে আমার মাথায় কোপ দেয়। এরপর আমাকে মাটি তে ফেলে বিবস্ত্র করে শ্লীলতা হানির চেষ্টা করে।আট আনা ওজনের স্বর্ণের চেইন নিয়ে যায়। বিভিন্ন পত্রিকা থেকে জানা যায়, হারুন শেখ তিতাসের ফতুল্লা আঞ্চলিক বিক্রয় কার্যালয়ে সহকারি কারিগরি কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তিনি গ্যাস সংযোগ ও অন অনুমোদিত অতিরিক্ত লোড দেওয়ার জন্য তিতাসের ফতুল্লা আঞ্চলিক বিক্রয় অফিস বসে প্রতিমাসে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়ে কোটিপতি বনে যান। হারুন শেখের দুর্নীতির বিষয়ে ভিডিও ফুটেজের প্রমাণ সহ দৈনিক কালবেলা জাতীয় দৈনিকে সংবাদ প্রকাশিত হলে, তিতাস কর্তৃপক্ষ তাকে সাময়িক বরখাস্ত করে। হারুন শেখ অবৈধ টাকার দাপটে চাঁদপুরে গোবিন্দিয়া গ্রামে জায়গা জমি অবৈধভাবে দখল করে ভূমিদস্যু হয়ে ওঠে। নিরীহ সাধারণ প্রতিবেশীরা হারুন শেখে ও তার পুত্র সুজন শেখের অত্যাচারে অতিষ্ঠ হয়ে পড়েছে। হারুন শেখ ও তার পুত্রের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য এলাকাবাসী চাঁদপুর জেলা পুলিশ প্রশাসনের সহযোগিতা কামনা করেন।