মিতু আহমেদ নারায়ণগঞ্জ প্রতিনিধি :
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) দীর্ঘ ১৭ বছর পর নারায়ণগঞ্জের ঐতিহাসিক ফতুল্লা ডিআইটি মাঠে সমাবেশ করতে হয়।
শনিবার ১২ এপ্রিল বিকেল ৪ টায় নারায়ণগঞ্জ জেলা কৃষক দল এর যুগ্ন আহবায়ক মোঃ জুয়েল আরমান এর নির্দেশনায় ফতুল্লা থানা কৃষক দল নেতা মারুফ আহমেদ নেতৃত্বে ফতুল্লা পোস্ট অফিস পশু হাসপাতাল মাঠে জড়ো হয়ে সহস্র নেতাকর্মী নিয়ে ফতুল্লা থানা বিএনপির সমাবেশে ফতুল্লা ডিআইটি যোগদান করেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন, আহমেদ আলী রনী, সোহেল রানা, মোঃ কাদির, মোঃ রাজীব, ননী গোপাল, মোঃ জনী, মোঃ সজল, মোঃ মহিদ মোঃ মামুন, মোঃ জুয়েল, সাগর বসাক, মোঃ বিল্লাল, মোঃ স্বপন, মোঃ হৃদয়, মোঃ ফাহিম, মোঃ মুক্তার সহ সহস্র নেতাকর্মী প্রমুখ নেতা নিয়ে উপস্থিত ছিলেন।
উল্লেখ, আওয়ামী লীগের শাসনামলে দীর্ঘ দেড় দশক ধরে এই মাঠে বিএনপিকে সমাবেশ করতে দেওয়া হয়নি। সর্বশেষ ২০০৮ সালে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এই মাঠে নির্বাচনী জনসভায় অংশ নিয়েছিলেন। সেটিই ছিলো ফতুল্লা ডিআইটি মাঠে বিএনপির সর্বশেষ সমাবেশ।
সমাবেশে অংশগ্রহণ করে ফতুল্লা থানা বিএনপির নেতাকর্মীদের মাঝে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। থানার পাঁচটি ইউনিয়নের বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা সমাবেশ ব্যাপকভাবে নেতাকর্মী নিয়ে সমাবেশ সফল করেন।
এসময়, ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম টিটু সভাপতিত্বে এবং
ফতুল্লা থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক রিয়াদ মোহাম্মদ চৌধুরী সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ।
আরে উপস্থিত ছিলেন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জেলা বিএনপির প্রথম যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু, আজহারুল ইসলাম মান্নান ও যুগ্ম আহ্বায়ক মাসুকুল ইসলাম রাজীব।