রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:
দীর্ঘ ১৬ বছর পর, স্বৈরাচারী শাসনের পতনের পর বিএনপি এবার স্বাধীন পরিবেশে পহেলা বৈশাখ উদযাপন করেছে। এরই ধারাবাহিকতায় পহেলাবৈশাখ উদযাপন উপলক্ষে নারায়ণগঞ্জের রূপগঞ্জে স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে আলোচনা সভা ও পান্তা ইলিশের আয়োজন করা হয়েছে। ১৪ এপ্রিল সকালে উপজেলার মুড়াপাড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আয়োজনে এ অনুষ্ঠান হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপি সাবেক সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য মহসিন মিয়া,
রূপগঞ্জ থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক সোহেল রানা, সদস্য এ কে বাবু, এনামুল হক, মুড়াপাড়া ইউনিয়ন সেচ্ছাসেবক দলের সভাপতি পদপ্রার্থী শাকিল খান, সাধারণ সম্পাদক পদপ্রার্থী রোমান ভুইয়া। মুড়াপাড়া ইউনিয়ন সেচ্ছাসেবক দল নেতা রাজিব, শিশির, দেলোয়ার হোসেন, জাহাঙ্গীর, সেলিম মিয়াসহ আরো অনেকে।
আলোচনা সভা শেষে অনুষ্ঠানের অতিথিবৃন্দের সঙ্গে পান্তা ইলিশ ভোজন করে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা।
Leave a Reply