বিএম আজাহার উদ্দিন
কালকিনি (মাদারীপুর) প্রতিনিধিঃ
মাদারীপুরের কালকিনি পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের উত্তর রাজদী এলাকার একটি গুরুত্বপূর্ণ রাস্তা দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে। রাস্তাটির বিভিন্ন স্থানে বড় বড় গর্ত, ইট-বালু উঠে যাওয়া, এবং বর্ষায় কাদা জমে যাওয়ার কারণে সাধারণ মানুষের যাতায়াতে চরম দুর্ভোগ দেখা দিয়েছে।
স্থানীয় বাসিন্দারা বলছেন, এই রাস্তাটি দিয়েই প্রতিদিন স্কুল, কলেজগামী শিক্ষার্থী, রিকশা-ভ্যান ও পথচারীরা চলাচল করে থাকেন। কিন্তু রাস্তাটির অবস্থা এতটাই খারাপ যে, বৃষ্টির সময় চলাচল প্রায় বন্ধ হয়ে যায়।
একজন স্থানীয় বাসিন্দা বলেন, “বর্ষার সময় এই রাস্তায় পানি জমে যায়, ছোট ছোট গর্তে বাইক ও রিকশা পড়ে গিয়ে মানুষ আহত হয়। দীর্ঘদিন ধরে এই রাস্তা সংস্কার হয়নি।”
স্থানীয়দের দাবি, দ্রুত এই রাস্তাটি সংস্কার না করলে দুর্ঘটনার সংখ্যা বাড়তে পারে এবং শিক্ষার্থীদের স্কুলে যাতায়াতেও চরম সমস্যা হবে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক জনাব উত্তম কুমার দাশ-এর কাছে জানতে চাইলে তিনি বলেন,
“এই রাস্তাটির বিষয়টি আমাদের নজরে এসেছে। আমি একইসাথে পৌর প্রশাসকের দায়িত্বও পালন করছি, তাই দ্রুত এই সমস্যার সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। জনগণের নিরাপদ চলাচল নিশ্চিত করাই আমাদের অগ্রাধিকার।”
উত্তর রাজদীর এই ভাঙা রাস্তাটি যেন দ্রুত সংস্কারের আওতায় আনা হয়, এমনটাই প্রত্যাশা করছেন এলাকাবাসী।