স্টাফ রিপোর্টার জমিদার সিটির চেয়ারম্যান ডাঃ আব্দুল কবির-এর সভাপতিত্বে গুলশান-২, ঢাকা "জমিদার সিটি" "পূর্বাচল গ্রুপ" অফিসের সেমিনার কক্ষে হোমিওপ্যাথিক চিকিৎসা বিজ্ঞানের জনক মহাত্মা ডাঃ স্যামুয়েল হ্যানিম্যানের ২৭০তম জন্মবার্ষিকী উপলক্ষে। সম্পতি অনুষ্ঠানে মানবতার সংগঠন 'জাইতুন সাহাজউদ্দিন ফাউন্ডেশন'-এর উদ্যোগে এক আন্তর্জাতিক সেমিনারের আয়োজন করা হয়। উক্ত সেমিনারে ভারতের সনামধন্য হোমিওপ্যাথিক চিকিৎসক ও গকোক ডাঃ এসপি ফাউন্ডেশনের কর্ণধার ডাঃ টি কে চ্যাটার্জী ভার্চুয়ালী প্রধান অতিথির বক্তব্য রাখেন এবং ভারতের বিশিষ্ট কলামিস্ট ও হোমিওপ্যাথিক চিকিৎসক ডাঃ মদন কুমার সরকার ভার্চুয়ালী বিশেষ অতিথির বক্তব্য রাখেন। উক্ত সেমিনারে জাইতুন সাহাজউদ্দিন ফাউন্ডেশনের মেম্বারগণ ডাঃ হ্যানিম্যানের জীবনী নিয়ে যার যার অভিজ্ঞতা শেয়ার। করেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য আলোচক হচ্ছেন- ডাঃ আমান উল্লাহ, মাসুম বিল্লাহ, শাইখুল ইসলাম, ফজলে রবিং, হুমাউন শাদী, সোলাইমান, হোসাইন আহমাদ, রাকিবুল হাসান, রিয়াজুল হাসান, মিজানুর রহমান খান, মোসলেহ উদ্দিন, আব্দুল্লাহ, আন-আমিন, জাহিদুল ইসলাম, আল-আমিন খোকন, আশেকে এলাহী, রাকিবুল ইসলাম, আওলাদ হোসেন, হোসাইন আহমাদ আড়াইহাজারী, শামীম হোসাইন, আবির হোসাইন, জহিরুল ইসলাম, আব্দুল কুদ্দুস আজিজি, তোয়াহা, এসএম মর্তুজা আলম বুলবুল, এবিএম রেজাউনুল হক মানিক, এমরান হোসেন, শাহনাজ, মারুফ, নাবিউল, মনির, ইউসুফ ও তাজুল ইসলাম প্রমুখ। সভাপতির বক্তকে ডাঃ আব্দুল কবির বলেন, বিনা অপারেশনে শুধুমাত্র ঔষধের মাধ্যমে জটিল-কঠিন রোগ আরোগ্য হয় এমন একমাত্র চিকিৎসা বিজ্ঞান যিনি আবিষ্কার করে আমাদের মানব স্বাস্থ্য সেবা দেওয়ার সুযোগ করে দিয়েছেন, তিনিই হচ্ছেন মানবতার প্রাণপুরুষ মহাত্মা ডাঃ স্যামুয়েল হ্যানিম্যান। যিনি স্বার্থানের মিশন নামক গ্রামে ১৭৫৫ খ্রিস্টাব্দে অনন্মগ্রহণ করেন। তাঁর জন্য স্বার্থক হোক আমরা সকলেই এই কামনা করি এবং তারই ধারবাহিকতায় আমরা জাইতুন সাহাজউদ্দিন ফাউন্ডেশন ব্যানারে সারা বাংলাদেশে মানব স্বাস্থ সুরক্ষায় ক্যাম্পেইন করে দুঃস্থ ও সুবিধাবঞ্চিত রোগিদের সম্পূর্ণ ফ্রি চিকিৎসা ও ফ্রি ঔষধ বিতরণ করে রোগিদের সুস্থ্যতায় ভূমিকা রেখে ব্যাপক সাড়া পেয়েছি। আমরা আমাদের এই সেবামূলক কাজ চালিয়ে যেতে চাই এবং সকলের সহযোগিতা চাই। আপনার এলাকায় আপনি যদি আপনার এলাকাবাসীর জন্য ফ্রি চিকিৎসার ব্যবস্থা করতে চান, আমাদের মাধ্যমে বিনা খরচে আপনার এলাকাবাসীর স্বাস্থ্য সেবা দিতে পারেন। সেক্ষেত্রে আমাদের জাইতুন সাহাজউদ্দিন ফাউন্ডেশনের সাথে যোগাযোগ করবেন। অনুষ্ঠানের শেষাংশে সাওল হার্ট ফাউন্ডেশনের ডাঃ বিমল সাজের এর প্রশিক্ষক ডাঃ আমানউল্লাহ বিনা তেলে রান্না শেখান এবং রান্না করা খাবার দিয়ে অতিথিদের পরিবেশন করানো হয়। অনুষ্ঠানে আরও অনেক স্বাস্থ্যকর্মী অংশগ্রহণ করেন।