1. abukowsarmithu@gmail.com : abuko wsarmithu : abuko wsarmithu
  2. admin@dainikgonotontro.com : gontadmin :
বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ০৩:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
আগামীকাল বুধবার আবুরখীল শান্তিময় বিহারে গুনীজন সম্মাননা ও ধর্মসভা বাংলাদেশ মানবাধিকার ফোরামের উদ্যোগে দোয়া ও আলোচনা সভা দিনাজপুরে ওয়ার্ড ভিশনের আয়োজনে অতি-দরিদ্র পরিবারের নগদ অর্থ বিতরণ বিরলে ধর্ষণের অপরাধে বালিকা মাদ্রাসার পরিচালক গ্রেফতার নরসিংদীর শিবপুরে স্ত্রীকে হত্যাকান্ডের ঘাতক স্বামী তারেক ও হাসু বেগম গ্রেফতার যশোরের শার্শা উপজেলায় বজ্রপাতে ১ কৃষকের মৃত্যু শ্রীমঙ্গলে দুর্নীতি বিরোধী আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত চট্টগ্রামে আহছানিয়া মিশনের উদ্যোগে এইডস সচেতনতামূলক এডভোকেসি সভা কালিয়ায় যুবকের মরদেহ উদ্ধার বিদ্যালয়ের গেট থেকে তুলে নিয়ে ছাত্রীকে ধর্ষণ, যুবক গ্রেফতার ।

আগামীকাল বুধবার আবুরখীল শান্তিময় বিহারে গুনীজন সম্মাননা ও ধর্মসভা

  • প্রকাশিত : মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫
  • ৬ বার পাঠ করা হয়েছে

স ম জিয়াউর রহমান, চট্টগ্রাম থেকে :

রাউজান উপজেলার ১২নং উরকিরচর ইউনিয়নের পূর্বআবুরখীল তালুকদার পাড়া শান্তিময় বিহারে আগামীকাল বুধবার ৩০ এপ্রিল ২০২৫ গুরু পুজা,গুনীজন সম্মাননা, কালগত জ্ঞাতীগণের উদ্যেশে সংঘদান ও কৃতজ্ঞতা নিবেদন, ধর্মসভা  জ্ঞাতীসম্মেলন অনুষ্ঠিত হবে ।

 

সারাদিন ব্যাপি এই অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার অর্থসচিব আবুরখীল নন্দন কানন বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ধর্মদূত সোবিতানন্দ মহথের। অনুষ্ঠানে শুভ উদ্বোধন করবেন বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার সাংগঠনিক সম্পাদক আবুরখীল নন্দনকানন বিদর্শন বিহারের অধ্যক্ষ ভদন্ত সংঘানন্দ মহাথের ।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার ধর্মীয় সম্পাদক বিদর্শন সাধক ভদন্ত অরুনানন্দ মহাথের ।

প্রধান ধর্মদেশক  হিসেবে উপস্থিত থাকবেন আবুরখীল জেতবন বিহারের অধ্যক্ষ এবং বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার প্রচার ও প্রকাশনা সম্পাদক ভদন্ত ধর্মপ্রিয় মহাথের।

 

রাউজান জ্ঞানানন্দ বৌদ্ধ বিহারের অধ্যক্ষ এবং রাউজান মধ্যমনি জেতবন ভাবনা কমপ্লেক্সের নবরূপকার সধর্মরত্ন জ্ঞানানন্দ মহাথের বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার সভাপতি মনোনীত হওয়ায়, মহামুনি মহাবিহারের নবরুপকার রাজগুরু অভয়ানন্দ মহাথের দ্বিতীয় বারের মতো বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের উর্ধ্বতন সহসভাপতি মনোনীত এবং থাইল্যান্ড হতে মহাকরুনা উপাধি ভুষিত হওয়ায় একই সাথে  উত্তর গুজরা বিবেকারাম বিহারের অধ্যক্ষ ভদন্ত পুর্নানন্দ থের মহোদয় মহাথের অভিধায় অভিষিক্ত হওয়ায় সংবর্ধনা প্রদান করা হবে ।

অনুষ্ঠানের আয়োজক পূর্বআবুরখীল তালুকদার পাড়া শান্তিময় বিহারের অধ্যক্ষ ভদন্ত বুদ্ধানন্দ থের ,পূর্ব আবুরখীল তালুকদার পাড়া শান্তিময় বিহার কমিটি এবং প্রজ্ঞানন্দ স্মৃতি সংসদের সকল কর্মকর্তা এবং সদস্যবৃন্দ অনুষ্ঠানে আমন্ত্রিত সকলের প্রতি যথাসময়ে উপস্থিত থেকে অনুষ্ঠানকে সুন্দর ও সফল করার জন্য অনুরোধ জানিয়েছেন ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2024
কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি