রনি আহম্মেদ, রুপগঞ্জ প্রতিনিধি :
গতকাল শনিবার সন্ধ্যায় রুপগঞ্জ থানায় হাজির হয়ে এ অভিযোগ দায়ের করেন মোহাম্মদ মাহবুবুর রহমান বলেন ক্রয়সূত্রে আমিসহ আমার স্ত্রী সাদিয়া আশরাফী (৪৬), রূপগঞ্জ থানাধীন ব্রাহ্মনখালী মৌজাস্থিত জে.এল নং-৯৩, দাগ নং এসএ-৩৮ ও আরএস-৫৪ নং দাগে মোট জমির পরিমান ০৪.৯৫ শতাংশ বা ০৩কাঠা এর মালিক হইয়া সরকারী খাজনা পরিশোধসহ নিজেদের নামে নাম জারি করিয়া বিগত বহু বছর যাবৎ ভোগ দখল করিয়া আসাকালীন সম্প্রতি মাঠ জরিপ বিডিএস কার্যক্রমও সম্পন্ন করিয়াছি।
বিএনপির কৃষকদলের রুপগঞ্জ থানার সাবেক সভাপতি মোঃ নজরুল ইসলাম এবং ইউনিয়ন সভাপতি মোঃ মোমেন মিয়া তাদের সন্ত্রাসী বাহিনী দিয়ে আমাদের ভোগ দখলকৃত সম্পত্তিতে অপরাধমূলক কর্মকান্ড ঘটানোর জন্য জমির ০৪টি সিমানা পিলার ভাংচুর করত এবং চাঁদা হিসেবে নগদ এক লক্ষ টাকা দাবী করেন।
চাদার টাকা না দিলে আমাদের উক্ত সম্পত্তি আমাদেরকে ভোগ দখল করিতে দিবে না এবং উক্ত বিষয়াদী নিয়া কোন রকম বাড়াবাড়ি করিলে মিথ্যা মামলা দিয়া হয়রানী এবং জানে মারিয়া ফেলিবে বলিয়া হুমকি প্রদর্শন করে।
রুপগঞ্জ থানার ভারপ্রাপ্ত ওসি লিয়াকত আলী বলেন আমরা অভিযোগ টি পেয়েছি তদন্ত সাপেক্ষে আইন আনুগ ব্যাবস্থা গ্রহণ করিব।
Leave a Reply