স ম জিয়াউর রহমান, চট্টগ্রাম থেকে :
শহীদ মাওলানা মুহাম্মদ রইস উদ্দিন হত্যার বিচারের দাবিতে শান্তিপূর্ণ অবরোধ কর্মসূচি ও বিক্ষোভ সমাবেশকে কেন্দ্র করে নগরের মুরাদপুরে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এই ঘটনায় নগরের পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), এএসআই ও কনস্টেবলসহ ৫ জন আহত হয় বলে দাবি করেছে পুলিশ।
আজ ৫ মে সোমবার নগরের মুরাদপুরের আশপাশের এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা হলেন, আরিফুল ইসলাম প্রকাশ ইয়াছিন (২৩), মো. আব্দুল মালেক (১৯), খালেদ বিন হোসেন (১৯), ওসমান গনি (১৯), রাকিব হাসান (২২), ইমাম হোসেন (১৯), আব্দুল কাদের মোহাম্মদ নকিব (২১), আবু সুফিয়ান (২৩), জাহিদুল ইসলাম প্রকাশ রাশেদ (১৯), মোস্তফা হোসাইন সোয়াইব (২৩), বোরহান উদ্দিন (২২) ও এনামুল হক হাসান (২৩)।
আহত পুলিশ সদস্যরা হলেন, ওসি মোহাম্মদ সোলাইমান, এএসআই মুসলিম উদ্দিন, কনস্টেবল মো. আশরাফ উদ্দিন, মো. রফিকুল ইসলাম ও মো. আবু শাকিল।
পুলিশ জানায়, সোমবার সকাল সোয়া নয়টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত ইসলামী ছাত্রসেনা, ইসলামী ফ্রন্ট, আহলে সুন্নাত ওয়াল জামাতের সদস্যরা শহীদ মাওলানা রইস উদ্দিন হত্যার বিচারের দাবিতে কর্তৃপক্ষের পূর্বানুমতি ব্যতিত অবরোধ কর্মসূচি ও বিক্ষোভ সমাবেশ করে।
Leave a Reply