নিজস্ব সংবাদদাতা:
গাজীপুর টঙ্গীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র হত্যা চেষ্টার মামলায় স্বেচ্ছাসেবক লীগ নেতা হুমায়ুন কবির রানাকে গ্রেপ্তার করা হয়েছে।
বৃহস্পতিবার (৮ মে) রাতে টঙ্গী পশ্চিম থানাধীন আউচ পাড়া মোল্লাবাড়ি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে টঙ্গী পশ্চিম থানার পুলিশ।
হুমায়ুন কবির রানা টঙ্গী পশ্চিম থানাধীন আউচ পাড়া এলাকার মোল্লাবাড়ি রোডের স্থায়ী বাসিন্দা মোহাম্মদ আলীর ছেলে। তিনি টঙ্গী পশ্চিম থানা ৫৪ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগ আহ্বায়ক সদস্য। বৈষম্য বিরোধী ছাত্র হত্যার একাধিক মামলার আসামি টঙ্গী পশ্চিম থানা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি মামুনুর রশীদ মোল্লার একনিষ্ঠ কর্মী।
গত জুলাই/আগষ্ট আন্দোলনকে স্তব্ধ করার জন্য আন্দোলনরত ছাত্র-জনতার উপর আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা প্রাণঘাতী আগ্নেয়াস্ত্র দিয়ে নির্বিচারে হামলা চালায় গুলিবর্ষণ করে। এসময় আওয়ামী লীগের বিভিন্ন নেতাদের হামলায় আহত এবং শহীদ হোন অনেক ছাত্রজনতা। টঙ্গী পশ্চিম থানা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি মামুনুর রশীদ মোল্লার নেতৃত্বেও ছাত্র জনতার উপর হামলা করা হয় এবং এতে অনেক ছাত্র জনতা আহত ও নিহিত হয়।
টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ ইস্কান্দার হাবিবুর রহমান জানান, টঙ্গী পশ্চিম থানায় ছাত্র হত্যা চেষ্টার একটি মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
Leave a Reply