সোহেল আহাদ, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:
বহুল প্রতিক্ষিত ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির পূর্ণাঙ্গ কমিটি ঘোষণায় শহরে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ।
৯ মে, শুক্রবার বিকাল তিনটায় শহরের লোকনাথ দীঘি ময়দান থেকে আনন্দ মিছিলটি নিয়ে শহরের জেলরোড, কুমারশীল মোড়, সদর হাসপাতাল রোড, টিএ রোড, কালীবাড়ি মোড়সহ শহরের বিভিন্ন ব্যস্ততম সড়কে সারাদিন ছিল ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের আয়োজনে মিষ্টি বিতরণের উৎসব। নবঘোষিত কমিটির নেতৃবৃন্দদেরকে ফুলের মালা দিয়ে বরণ করেছে জেলা বিএনপি’র অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে টেঙ্কেরপাড় লোকনাথ রায় ময়দানে এসে সমাপ্তি ঘটে। এসময় নবঘোষিত নেতৃবৃন্দরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও কেন্দ্রীয় বিএনপি’র অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপি’র নবনির্বাচিত সভাপতি ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
উল্লেখ্য, ৯ মে শুক্রবার, ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল সভাপতি ও হাজী সিরাজুল ইসলাম সিরাজকে সাধারণ সম্পাদক করে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপি’র ১৫১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।
Leave a Reply