1. abukowsarmithu@gmail.com : abuko wsarmithu : abuko wsarmithu
  2. admin@dainikgonotontro.com : gontadmin :
শনিবার, ১০ মে ২০২৫, ১০:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জে উদ্বোধন হলো মাসব্যাপী শিল্পপণ্য ও বাণিজ্য মেলা  শাজাহানপুরে যুব-স্বেচ্ছা ও ছাত্রদলের যৌথ সভা অনুষ্ঠিত চট্টগ্রামে তারুণ্যের সমাবেশ,পটিয়ার বিশাল শোডাউন হোমনায় সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানব বন্ধন, আসামীরা গ্রেফতার না হওয়ায় আতঙ্কিত ভিকটিমের পরিবার ভারত সীমান্তে আটক ৯ বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর করেছে বিএসএফ, বেনাপোলে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় যুবকের মৃত্যু কাজী আব্দুল গফুর (রহ.) এর চেহলাম শরীফ উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল কাল হাইদচকিয়া গৌতমাশ্রম কেন্দ্রীয় বিহার পরিচালনা পরিষদের উদ্যোগে শুভ বুদ্ধ পূর্ণিমা কাল রূপগঞ্জে হামলা ভাংচুর ঘটনায় থানায় অভিযোগ দায়ের করায় ফের এনসিপি কর্মীদের উপর হামলা নারায়ণগঞ্জে গ্রীন এন্ড ক্লিন কর্মসূচির শুভ উদ্বোধন

নারায়ণগঞ্জে গ্রীন এন্ড ক্লিন কর্মসূচির শুভ উদ্বোধন

  • প্রকাশিত : শনিবার, ১০ মে, ২০২৫
  • ৮ বার পাঠ করা হয়েছে

-মোঃ আবু কাওছার মিঠু

“নারায়ণগঞ্জ হবে সবুজে ঘেরা, প্রাচ্যের ডান্ডি হবে বিশ্ব সেরা” এই প্রত্যয়ে ‘গ্রিন অ্যান্ড ক্লিন নারায়ণগঞ্জ’ কর্মসূচির শুভ উদ্বোধন

আজ ১০ মে ২০২৫, নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত বহুল প্রতীক্ষিত ও আলোচিত “গ্রিন অ্যান্ড ক্লিন নারায়ণগঞ্জ” কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়। এ মহতী কর্মসূচির শুভ উদ্বোধন করেন ঢাকা বিভাগের সম্মানিত বিভাগীয় কমিশনার জনাব শরফ উদ্দিন আহমদ চৌধুরী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ জেলার সুযোগ্য জেলা প্রশাসক জনাব মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের সকল কর্মকর্তাবৃন্দ, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার জনাব প্রত্যুষ কুমার মজুমদার, সিভিল সার্জন জনাব ডাঃ এ এফ এম মুশিউর রহমান, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সচিব (উপসচিব) মোঃ ‍নূর কুতুবুল আলম, আনসার ও ভিডিপি, র‍্যাব, বিজিবি, কোস্টগার্ড, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড, জনস্বাস্থ্য প্রকৌশল, গণপূর্ত, সড়ক ও জনপদসহ জেলার বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানগণ, বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন জনাব অধ্যাপক মো: মামুন মাহমুদ, আহ্বায়ক, বাংলাদেশ জাতীয়তাবাদ দল, নারায়ণগঞ্জ জেলা, জনাব এডভোকেট মোঃ সাখাওয়াত হোসেন খান, আহ্বায়ক, বাংলাদেশ জাতীয়তাবাদ দল, নারায়ণগঞ্জ মহানগর, জনাব এডভোকেট মো: আবু আল ইউসুফ খান টিপু, সদস্য সচিব, বাংলাদেশ জাতীয়তাবাদ দল, নারায়ণগঞ্জ মহানগর, জনাব মওলানা মো: মঈনুদ্দিন আহমদ, উপদেষ্টা, বাংলাদেশ জামায়াতে ইসলামী, কেন্দ্রীয় কমিটি(শূরা সদস্য), জনাব মো: মোস্স্তাফিজুর রহমান দিপু ভূইয়া, সভাপতি, চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, নারায়ণগঞ্জ, জনাব মুফতি মাসুম বিল্লাহ, সভাপতি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, নারায়ণগঞ্জ মহানগর, জনাব তরিকুল সুজন, সমন্বয়কারী, গণসংহতি আন্দোলন,নারায়ণগঞ্জ জেলা, জনাব ইঞ্জিনিয়ার মো: নাহিদ, সভাপতি, গণঅধিকার পরিষদ, নারায়ণগঞ্জ জেলা,
জনাব নিরব রায়হান, আহ্বায়ক, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, নারায়ণগঞ্জ শাখা, জনাব মোহাম্মদ জাবেদ আলম, সদস্য সচিব, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, নারায়ণগঞ্জ শাখা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা, গণমাধ্যমকর্মীসহ সমাজের নানা শ্রেণি-পেশার মানুষ।

অনুষ্ঠানের সূচনালগ্নে বর্ণাঢ্য র‍্যালির আয়োজন করা হয়, যা নগরবাসীর মাঝে ব্যাপক উৎসাহ ও সচেতনতা সৃষ্টি করে। র‍্যালি শেষে বকুল গাছ রোপণের মাধ্যমে পরিবেশের প্রতি ভালোবাসার প্রতীক স্বরূপ একটি গুরুত্বপূর্ণ বার্তা দেওয়া হয়। এরপর বেলুন উড়িয়ে “গ্রিন অ্যান্ড ক্লিন নারায়ণগঞ্জ” কর্মসূচির শুভ সূচনা ঘোষণা করা হয়।

একই সময় জেলার ১৪টি নির্ধারিত স্থানে একযোগে প্রায় ১০,০০০ গাছের চারা রোপণ করা হয় এবং শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়, যা এই কর্মসূচিকে করে তোলে এক অনন্য পরিবেশবান্ধব উদ্যোগে। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে জনাব শরফ উদ্দিন আহমদ চৌধুরী নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের কার্যক্রমের প্রশংসা করেন এবং “গ্রিন অ্যান্ড ক্লিন নারায়ণগঞ্জ” কর্মসূচিকে একটি সময়োপযোগী ও সুদূরপ্রসারী উদ্যোগ হিসেবে উল্লেখ করেন। তিনি নদী রক্ষায় সম্মিলিতভাবে কাজ করার আহ্বানও জানান।

আলোচনা সভা শেষে তিনি কেন্দ্রীয় ঈদগাহের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন এবং পানাম নগর ও সার্কিট হাউজ চত্বরে নির্মিত নতুন ফোয়ারা উদ্বোধন করেন। দিনব্যাপী কর্মসূচির পরিশেষে বিভাগীয় কমিশনার মহোদয় বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস এসোসিয়েশন, নারায়ণগঞ্জ জেলা শাখার কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন এবং কর্মদিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।

এই কর্মসূচি নারায়ণগঞ্জ জেলাকে একটি সবুজ, পরিচ্ছন্ন ও বাসযোগ্য শহর হিসেবে গড়ে তুলতে এক নতুন দিগন্ত উন্মোচন করেছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2024
কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি