স ম জিয়াউর রহমান, চট্টগ্রাম থেকে :
চান্দগাঁও থানার অফিসার ইনচার্জ মোঃ আফতাব উদ্দিন এর নেতৃত্বে এসআই/কাজী মনিরুল করিম, এএসআই/মোঃ ফারুক মিয়া সঙ্গীয় ফোর্সসহ গতকাল ৯ মে রাত ০২:৫০ ঘটিকার সময় চান্দগাঁও থানা রাস্তার মাথা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করিয়া চান্দগাঁও থানার মামলা নং-৩১, তারিখ-২১/০৩/২০২৫ইং, ধারা-১৪৩/৩২৩/৩২৪/৩২৬/৩০৭/৩৭৯/৫০৬ পেনাল কোড মূলে আসামী ০১। মোঃ জাহেদুল ইসলাম ইমন (৩০), পিতা-মৃত জাফর আহম্মদ, মাতা-নুর জাহান বেগম, সাং-উত্তর জলদী, নুরুল্লাহ পাড়া, বাগিচা পাড়া, মিয়া বাড়ী, থানা-বাঁশখালী, জেলা-চট্টগ্রাম, বর্তমানে-মোহরা, কালুরঘাট খেজুরতলা, বাদশা সওদাগরের কলোনী, থানা-চান্দগাঁও, জেলা-চট্টগ্রাম, ০২। মোঃ মামুন (২৪), পিতা-মৃত আব্দুল অজুত, মাতা-শেফালী বেগম, সাং-কচুয়া বাজার, খাইগো বাড়ী, ০৫নং ওয়ার্ড, সোজালিয়া ইউপি, থানা-কাঠালিয়া, জেলা-ঝালকাটি, বর্তমানে-পশ্চিম মোহরা, কুলা পাড়া, গ্রীন সোসাইটি, আজিজ বিল্ডিং, ৩য় তলা, থানা-চান্দগাঁও, জেলা-চট্টগ্রামদ্বয়কে গ্রেফতার করা হয়।
Leave a Reply