মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি
যশোরের শার্শা উপজেলায় নাভারনে বেনাপোল-খুলনা -মোংলা গামী বেতনা এক্সপ্রেস ট্রেনের সাথে সিমেন্ট বোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে ।
রবিবার (১১ মে) বিকেল ৪টা দিকে এ ঘটনা ঘটে। নাভারন সাতক্ষীরা মহাসড়কের অরক্ষিত রেলক্রসিংয়ে, যেখানে কোনো গেটম্যান বা সতর্কতা সংকেত ছিল না বলে জানিয়েছেন স্থানীয়রা। প্রত্যক্ষদর্শীরা জানান, ট্রাকটি রেললাইন পার হওয়ার সময় ট্রেনটি এসে ধাক্কা মারে।
এ সময় ট্রাকের চালক ও হেলপার গুরুতর আহত হলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে হেলপার কওসার আলীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় যশোর মেডিকেল কলেজে রেফার্ড করে। ঘটনাস্থলে তাৎক্ষণিক পুলিশ ফায়ার সার্ভিস ও রেল কর্মীরা উপস্থিত হন
এ বিষয়ে বেনাপোল স্টেশন মাস্টার সাইদুজ্জামান জানান, বেনাপোল কম্পিউটার (বেতনা) এক্সপ্রেস বেনাপোল থেকে বিকেল ৫.টায় সময় খুলনার উদ্দেশ্য ছেড়ে যাওয়ার কথ। কিন্তু নাভারনে ট্রেনটি দুর্ঘটনা ঘটেছে।ইতিমধ্যে ট্রেনের ইঞ্জিনের কাজ চলমান রয়েছে,
উদ্ধার হইতে সময় লাগবে। বেনাপোল থেকে ৭:৩০ খুলনার উদ্দেশ্যে ছেড়ে যাবে। #