স ম জিয়াউর রহমান, চট্টগ্রাম থেকে :
চান্দগাঁও থানার অফিসার ইনচার্জ মোঃ আফতাব উদ্দিনের নেতৃত্বে এসআই (নিঃ) মোঃ ফয়সাল সঙ্গীয় ফোর্সসহ আজ ১২ মে রাত ০৪:২০ ঘটিকার সময় চান্দগাঁও থানাধীন বহদ্দারহাট এলাকা হইতে আসামী ০১। মোঃ আলী হোসেন (২৮), পিতা-মোঃ নুর আলম, মাতা-রিনা বেগম, সাং-রাজ নগর, সইম মিস্ত্রীর বাড়ী, পোঃ হাতিবান্ধা, থানা-নানিতাবাড়ী, জেলা-শেরপুর, বর্তমানে-ডিসি রোড, কালাম কলোনী, বাঁশখালী কলোনী, থানা-চকবাজার, জেলা-চট্টগ্রাম, ০২। মোঃ হাসান (২৪), পিতা-ইমাম হোসেন, মাতা-হোসনে আরা বেগম, সাং-শিকলবাহা, মাইজ্জার টেক, বিল্লা পাড়া, কেলা গোষ্ঠি বাড়ী, থানা-কর্ণফুলী, জেলা-চট্টগ্রাম, বর্তমানে-ডিসি রোড, কালাম কলোনী, বাঁশখালী কলোনী, থানা-চকবাজার, জেলা-চট্টগ্রামদ্বয়কে ২১ (একুশ) পিচ ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার করা হয়।
এই সংক্রান্তে চান্দগাঁও থানার মামলা নং-১৩, তারিখ-১২/০৫/২০২৫ইং, ধারা-২০১৮ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬(১) এর সারণির ১০(ক) রুজু করা হয়েছে।