মেহেদী হাসান ফুয়াদ,
দিনাজপুর জেলা প্রতিনিধি:
বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি)-এর দিনাজপুরের পুলহাটস্থ যুগ্ম পরিচালক (সার) কার্যালয়ে দুর্নীতি দমন কমিশন (দুদক) একটি অভিযান পরিচালনা করেছে। অভিযানে সংশ্লিষ্ট ডিলার নিয়োগ সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ নথিপত্র সংগ্রহ করা হয়।
মঙ্গলবার (১৩ মে) সকাল সাড়ে ১১টার দিকে দুদক দিনাজপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক খায়রুল বাশারের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। অভিযানে আরও উপস্থিত ছিলেন সহকারী পরিচালক ইসমাইল হোসেন ও কামরুন নাহার।
দুদকের সহকারী পরিচালক খায়রুল বাশার জানান, সার ডিলার নিয়োগে অনিয়ম ও অর্থনৈতিক লেনদেন সংক্রান্ত অভিযোগের ভিত্তিতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। তদন্তে দেখা গেছে, ডিলারশিপের জন্য আবেদনের পর রেজিস্টার সংরক্ষণ না করেই আবেদনগুলো মনিটরিং কমিটিতে পাঠানো হয়েছে। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাকে নিয়ম মেনে রেজিস্টার সংরক্ষণ করার নির্দেশ দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, ডিলার নিয়োগ সংক্রান্ত রেজুলেশন ও ডিলার তালিকা সংগ্রহ করা হয়েছে। সব নথি যাচাই-বাছাই করে ঢাকায় প্রধান কার্যালয়ে প্রতিবেদন পাঠানো হবে। প্রয়োজন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
এ বিষয়ে জানতে চাইলে যুগ্ম পরিচালক (সার) কৃষিবিদ মো. জাহাঙ্গীর আলম বলেন, “দুদকের একটি টিম কার্যালয়ে এসেছে এবং কিছু কাগজপত্র চেয়েছে, আমরা তাদের সহযোগিতা করেছি। যা যা তারা চেয়েছে, আমরা দিয়েছি।”
Leave a Reply