মো:মেহেদী হাসান ফুয়াদ ,
দিনাজপুর জেলা প্রতিনিধি :
দিনাজপুরে সড়ক দুর্ঘটনারোধ ও দুর্ঘটনার সাথে জড়িত বাস ও ট্রাক চালকদের আইনের আওতায় এনে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে দিনাজপুরের সর্বস্তরের সচেতন ছাত্র ও যুবসমাজ।
বুধবার (১৪ মে ২০২৫) সকাল ১১টা দিনাজপুর সরকারি কলেজ মোড়ে এই মানববন্ধন পালন করা হয়।
মানববন্ধন থেকে বক্তারা সড়কে শঙ্খলা ফিরিয়ে আনা, চালকদের মধ্যে সচেতনতা বৃদ্ধি, প্রশিক্ষিত ও দক্ষ চালক নিয়োগসহ একটি সুষ্ঠু ট্রাফিক ব্যবস্থাপনা গড়ে তোলার আহবান জানান।
বক্তারা আরো বলেন, দিনাজপুর-দশমাইল সড়কের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পাশ ঘেষে মূল সড়কজুড়ে প্রায়শই মর্মান্তিক দুর্ঘটনার সম্মুখীন হচ্ছেন বহু মানুষ। কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীসহ সড়ক পরিবহন বিভাগের কর্মকর্তাদের এ বিষয়ে তেমন কোন কার্যকর ভূমিকা দেখি না। মানববন্ধন থেকে অনতিবিলম্বে এই ঘটনার সাথে জড়িত বাসচালক ও ট্রাক চালককে গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান বক্তারা। অন্যথায় আগামীতে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে বলে হুশিয়ারি দেন সতর্ক করে দেন তারা।
মানববন্ধনে বক্তব্য রাখেন দিনাজপুর জেলা বিএনপির সহ-সভাপতি হাসানুজ্জামান উজ্জল, সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম মুন্না, চাঁদগঞ্জ কলেজের অধ্যক্ষ মোফাজ্জল হোসেন, সড়ক দুর্ঘটনায় নিহত ফারজানা সুলতানা লিপির স্বামী চাঁদগঞ্জ ডিগ্রি কলেজের ইংরেজী বিভাগের সিনিয়র প্রভাষক মাহবুবুল হক হেলাল, বিশিষ্ট সমাজসেবক আল মামুন বিপ্লব, জেলা যুবদলের যুগ্ম আহবায়ক মাসুদ রানা, জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি মোঃ মিজানুর রহমান সাজু, জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শাহিন, যুগ্ম সাধারণ সম্পাদক নুর নবী ইসলাম শুভ, প্রচার সম্পাদক মোঃ নয়ন, দিনাজপুর সরকারি কলেজ ছাত্রদল নেতা মোঃ দুর্জয়, মোঃ সুজন, সদর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মিলন প্রমূখ।
মানববন্ধনে চাঁদগঞ্জ কলেজের শিক্ষক, শিক্ষার্থীসহ স্থানীয় সচেতন নাগরিক সমাজের ব্যক্তিবর্গ অংশগ্রহণ।
উল্লেখ্য, গত ৫ মে ২০২৫ দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কাছে সাত মাইল জামতলি এলাকায় রংপুরগামী নূরানী পরিবহনের একটি বাসের সাথে মালবাহি একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত হয় চাঁদগঞ্জ কলেজের ইংরেজী বিভাগের সিনিয়র প্রভাষক মাহবুবুল হক হেলালের স্ত্রী ফারহানা সুলতানা (৪৫) ঘটনাস্থলেই নিহত হন। ঘটনায় ১৫ জন আহত। এদের মধ্যে মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আরো এক শিক্ষার্থী নিহত হন। এই ঘটনার প্রতিবাদে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
Leave a Reply