মনোয়ার শাজাহানপুর প্রতিনিধি
র্যাব-১২, সিপিএসসি বগুড়ার মাদকবিরোধী অভিযানে অভিনব কৌশলে পরিবহনকালে ২৩ কেজি ৪০০ গ্রাম গাঁজাসহ তিনজন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।
সোমবার (৩০ জুন) ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের গোয়েন্দা শাখার সহযোগিতায় ঠেংগামারা এলাকার টিএমএসএস মেডিকেল কলেজ ও হাসপাতালের সামনে রংপুর-ঢাকা মহাসড়কে এ অভিযান পরিচালনা করা হয়।
র্যাব-১২ কর্তৃপক্ষ জানায়, গ্রেফতারকৃতরা হলেন— মোঃ কবির হোসেন (৩০), পিতা- মোঃ নুরনবী, মাতা- মোছাঃ কুলছুম বেগম, সাং- সেবকদাস, থানা- কালীগঞ্জ, জেলা- লালমনিরহাট; মোঃ নুর হোসেন (২৫), পিতা- মোঃ সন্তোশ আলী, মাতা- মৃতঃ আনোয়ারা, সাং- মালগারা, থানা- কালীগঞ্জ, জেলা- লালমনিরহাট এবং মোঃ শফিকুল ইসলাম (৩৮), পিতা- মোঃ শহিদুল ইসলাম, মাতা- মৃতঃ কবিরন, সাং- বেজোড়া উত্তরপাড়া, থানা- শাজাহানপুর, জেলা- বগুড়া।
অভিযানে তাদের কাছ থেকে মাদক পরিবহনে ব্যবহৃত চারটি মোবাইল ফোন, পাঁচটি সিমকার্ড এবং নগদ চার হাজার টাকা জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা জানায়, তারা দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন জেলায় মোবাইল ফোনে যোগাযোগের মাধ্যমে গাঁজা ক্রয়-বিক্রয়ের সঙ্গে জড়িত ছিল।
এ ঘটনায় বগুড়া সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
র্যাব-১২ জানায়, মাদক নির্মূলে র্যাবের অভিযান চলমান রয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।
Leave a Reply