নিজস্ব প্রতিবেদকঃ
আন্তর্জাতিক মানবাধিকার কমিশন (IHRC) মব ভায়োলেন্স বন্ধের সরকার ও প্রশাসনের কাছে দাবি জানিয়েছেন আন্তর্জাতিক মানবাধিকার কমিশন নারায়ণগঞ্জ চাপটার এর প্রেস ও প্রচার সম্পাদক রাকিবুল ইসলাম। আজ বুধবার এক বিবৃতিতে সংগঠনটি এ দাবি জানায়।
তিনি বিবৃতিতে বলেন, দেশে একের পর এক মব ভায়োলেন্স সহিংসতার ঘটনা সৃষ্টি হচ্ছে।আন্তর্জাতিক মানবাধিকার কমিশন – এর পক্ষ থেকে গভীর ভাবে লক্ষ্য করছি, গত বছরের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের পর সারাদেশে যে ‘মব ভায়োলেন্স’ শুরু হয়েছে, তা এখন নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে।’
‘গত ২২ জুন (রোববার) সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদার উত্তরার বাসায় ঢুকে একদল লোক তাকে বাসা থেকে বের করে এনে নানাভাবে হেনস্তা করে পুলিশে সোপর্দ করে। এ ধরনের ঘটনা নিঃসন্দেহে মানবাধিকার লঙ্ঘন হয়েছে।
কেবল এ ঘটনাই নয়, একইদিনে লালমনিরহাটের গোশালা বাজারে একটি সেলুনে তুচ্ছ ঘটনার জেরে ধর্ম অবমাননার অভিযোগে হিন্দু ধর্মাবলম্বী দুই নরসুন্দরকে (বাবা-ছেলে) লাঞ্ছিত করে পুলিশে সোপর্দ করা হয়। দুটি ঘটনাতেই পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে।’
আন্তর্জাতিক মানবাধিকার কমিশন – এর পক্ষ থেকে এসব ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি এবং জড়িতদের চিহ্নিত করে বিচারের আওতায় আনার জন্য সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি।
Leave a Reply