মনোয়ার শাজাহানপুর প্রতিনিধি
বগুড়ার শাজাহানপুরে চো’রাইকৃত একটি গরু উদ্ধার করেছে শাজাহানপুর থানা পুলিশ। একই সাথে গরু চো’রকে আটক করা হয়েছে।
আটকৃত চো’রের নাম মোঃ সোহেল (৩২)।সে উপজেলা আমরুল ইউনিয়নের ফুলকোট মধ্যপাড়া গ্রামের জনৈক আজাদুল ইসলামের ছেলে।
ঘটনার বিবরনে জানা যায়, গত ২৪/৬/২৫ইং তারিখে দুপুর ১২.০০ টায় শাজাহানপুর থানাধীন নগর আমরুল উত্তরপাড়া গ্রামস্থ জনৈক মোঃ রফিকুল ইসলাম (৫৬), পিতা- মোঃ আব্দুল প্রাং, এর পরিত্যক্ত ভূট্টার ক্ষেতে বাদী মোঃ আব্দুস সাত্তার (৬৫), পিতা- মৃ’ত হায়দার আলী সরকার, সাং- নগর আমরুল উত্তরপাড়া, থানা- শাজাহানপুর, জেলা- বগুড়ার ০৩ টি গরু বেধে রাখে ঘাস খাওয়ানোর জন্য। গরুর মালিক একই তারিখ দুপুর অনুমানিক ০১.০০ ঘটিকার সময় গরু ০৩ টি আনার জন্য গিয়ে দেখতে পায় যে, ০৩ টি গরুর মধ্যে একটি কালো রংয়ের গাভী গরু চুরি হয়ে গেছে।
পরবর্তীতে বাদী অজ্ঞাতনামা চো’রের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করলে অত্র থানার এসআই (নিঃ) মোঃ মিজানুর রহমান সঙ্গীয় ফোর্সসহ বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে ০১/০৭/২০২৫ তারিখ রাত্রী অনুমান ০৩.০০ ঘটিকার সময় শৈলধুকরী গ্রাম হইতে গরু চো’র মোঃ সোহেল (৩২), কে গ্রে’ফতার করেন এবং আসামীর হেফাজত হতে চো’রাই গরুটি উদ্ধার করেন। আসামীর বিরুদ্ধে দায়েরকৃত চু’রি মামলায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
Leave a Reply