মনোয়ার শাজাহানপুর প্রতিনিধি
বগুড়ার শাজাহানপুরে চাঁদাবাজির অভিযোগে পুলিশ কনস্টেবল রুহুল আমিন জনতার হাতে আটক হয়েছে। পরে থানা পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা তাকে উদ্ধার করে থানায় নিয়ে আসেন।
সূত্রে জানা যায়, আটক রুহুল আমিন শাজাহানপুর থানার সাবেক অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল আল মামুনের বডিগার্ড ছিলেন। অভিযোগ রয়েছে, তিনি বিভিন্ন সময় নিজেকে ডিবি পুলিশ পরিচয় দিয়ে সাধারণ মানুষকে ভয়ভীতি দেখিয়ে চাঁদা আদায় করতেন।
আজ ৩ জুন বৃহস্পতিবার শাজাহানপুর উপজেলার নিশ্চিন্তপুর এলাকায় চাঁদাবাজির সময় স্থানীয় জনতা তাকে আটক করেন।
পরে খবর পেয়ে শাজাহানপুর থানা পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে তাকে গ্রেফতার করেন।
এ ঘটনায় নিশ্চিন্তপুর শাহা পাড়া এলাকার অ্যাডভোকেট শাপলা খাতুন থানায় লিখিত অভিযোগ দায়ের করবেন বলে যায়া যায় ।
এ ব্যাপারে প্রাথমিকভাবে শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলামের থেকে কোনো বক্তব্য পাওয়া যায় নি।
Leave a Reply