প্রিন্ট এর তারিখঃ জুলাই ৯, ২০২৫, ২:২১ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ৪, ২০২৫, ১০:৩৭ এ.এম
রূপগঞ্জ নারায়ণগঞ্জ ও মুন্সিগঞ্জের এস এস সি ২০০১ ব্যাচ বন্ধুমহলের উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত
-মোঃ আবু কাওছার মিঠু
৪ ই জুলাই শুক্রবার “ ফান ল্যান্ড পার্ক” রূপগঞ্জ পেরাবো বাজার সংলগ্ন রিসোর্টে সকল জেলার এস এস সি ২০০১ ব্যাচে যারা ব্যাচমেট তাদের নিয়ে বৃহৎ পরিবেশে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান সংগঠিত হয়।
প্রায় ৫০০ শত বন্ধুমহল মিলে “বন্ধুত্ব আজীবন” এই স্লোগানকে সামনে রেখে, প্রতি বছরের ন্যায়, এবারও ৪ ই জুলাই শুক্রবার সকল পেশার ও সকল থানা ও জেলার বন্ধুরা মিলে এই মিলনমেলার আয়োজন করা হয়।
এ আয়োজনের প্রতিপাদ্য বিষয় হচ্ছে “যেথায় থাকুক,যে যেখানে,,, বাঁধন আছে প্রাণে প্রাণে আর বন্ধুত্বের বন্ধন থাকবে আজীবন। বিজয় হোক বন্ধুত্বের, বিজয় হোক ভালোবাসার।
আয়োজনে ছিলো মনোরম পরিবেশে রিসোর্টে ঘুরার সুজোগ ও শিশুদের জন্য খেলার মনোরম পরিবেশ ও সকাল দুপুর ও রাতের খাবার এর ব্যবস্থা। অনুষ্ঠানে উপস্থিত সকল বন্ধুদের মাঝে ছিলো রেফেল ড্র এর ব্যবস্থা ও টি শার্ট সহ পুরস্কার।
পরে সকাল থেকে সন্ধা অব্দী চলে দেশের সুনামধন্য শিল্পীদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান।
প্রকাশক ও সম্পাদকঃ- মোঃ হাজী আবু কাওছার মিঠু বিবিএ/এমবিএ যোগাযোগ:রূপগঞ্জ, নারায়ণগঞ্জ,ঢাকা।