মনোয়ার , স্টাফ রিপোর্টার
বুধবার (৯ জুলাই)
সকালে শাজাহানপুরের সাজাপুর মাছের আড়ৎ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
র্যাব সূত্রে জানা গেছে, গত ২০২৪ সালের ৫ আগস্ট রাতে শাজাহানপুর থানার জামহাটা গ্রামে পূর্ব শত্রুতার জেরে নূর আলম (২৭) নামে এক যুবককে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করা হয়েছিল।
এই হত্যাকাণ্ডের ঘটনায় নিহতের মা ১২ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার পর থেকেই অভিযুক্ত আসামিরা পলাতক ছিল।
গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১২ এর একটি আভিযানিক দল আজ সকাল ১০টার দিকে অভিযান চালিয়ে হত্যা মামলার এজাহারভুক্ত ১২ নম্বর আসামি মো. আলমকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত মো. আলম শাজাহানপুর থানার বড় দেশমা গ্রামের মৃত লোকমান আলী মাস্টারের ছেলে।
গ্রেপ্তারের সময় আলমের কাছ থেকে একটি পুরাতন বাটন ফোন ও একটি সিম উদ্ধার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে শাজাহানপুর থানায় হস্তান্তর করা হয়েছে বলে র্যাব জানিয়েছে।
র্যাব আরও জানিয়েছে, এই নৃশংস হত্যাকাণ্ডের পলাতক অন্যান্য আসামিদের গ্রেপ্তারে তাদের অভিযান অব্যাহত থাকবে এবং ভবিষ্যতে এ ধরনের অভিযান আরও জোরালোভাবে পরিচালিত হবে।
Leave a Reply