সোহেল কবির, স্টাফ রিপোর্টার
বিজিএমইএ’র সাবেক সভাপতি ও বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা কাজী মনিরুজ্জামান বলেছেন, বৈষম্যবিরোধী আন্দোলন-জুলাই বিপ্লবের শহীদের পরিবার ও আহতদের রাষ্ট্রীয় মর্যাদা এবং পুনর্বাসন করতে হবে। জুলাই বিপ্লবের শহীদের অধিকাংশই কোন দলের অন্তর্ভুক্ত নয়। তারা জাতির যোদ্ধা। তাদের আত্মত্যাগ যেন অবমূল্যায়িত না হয়, তা নিশ্চিত করতে হবে। তাদের পরিবারের প্রাপ্য অধিকার নিশ্চিত করতে হবে। ফ্যাসিস্ট হাসিনার জুলুম নির্যাতনের শিকার সকলকে মূল্যায়ন করতে হবে। রাষ্ট্রীয় কাঠামোর পরিবর্তন আনতে হবে, যাতে ভবিষ্যতে আর কেউ স্বৈরাচার হতে না পারে। তবেই জুলাই বিপ্লব সার্থক হবে।
গতকাল ১২জুলাই শনিবার বৈষম্যবিরোধী আন্দোলন ও জুলাই বিপ্লবে শহীদ হওয়া রূপগঞ্জের কৃতি সন্তান শহীদ ফারহান ফাইয়াজ, শহীদ সাইফুল হাসান দুলাল ও শহীদ মাহমুদুর রহমান সোহেলসহ সকল বীর শহীদ ও আহতদের সম্মানে আয়োজিত স্মরণ সভায় তিনি এসব কথা বলেন। রূপগঞ্জ উপজেলা, তারাবো ও কাঞ্চন পৌরসভার বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে তারাবো পৌরসভা মিলনায়তনে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন নারায়ণঞ্জ জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহবায়ক আলহাজ্ব নাসির উদ্দিন নাসির।
সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন শহীদ ফারহান ফাইয়াজের পিতা আলহাজ্ব শহীদুল ইসলাম, নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মাহবুবুর রহমান, নারাণয়গঞ্জ জেলা যুবদলের সহ-সভাপতি এডভোকেট আমিরুল ইসলাম ইমন, কাঞ্চন সাবেক বিএনপি ছাত্রদল সিনিয়র সহ-সভাপতি সানাউল্লাহ মান্নান সানি, নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি আবু মোহাম্মদ মাসুম, বিএনপি নেতা কাজী আব্দুল আহাদ, জাকির হোসেন রিপন, বায়েজিদ প্রধান, আব্দুল মান্নান পারভেজ, উপজেলা ছাত্রদল নেতা সুলতান মাহমুদ, উপজেলা মহিলা দলের সভাপতি হাওয়া বেগম, উপজেলা জিয়া মঞ্চের সভাপতি জজ মিয়া প্রমুখ।
পরে শহীদের রুহের মাগফেরাত ও আহতদের দ্রুত সুস্থতা কামনা করে মোনাজাত পরিচালনা করা হয়।
Leave a Reply