নারায়ণগঞ্জ প্রতিনিধি:
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য, নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ গিয়াসউদ্দিন বলেছেন, স্বৈরাচারী শাসনামলে ধ্বংস হয়ে যাওয়া বাংলাদেশকে একমাত্র বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বেই নতুনভাবে গড়ে তোলা সম্ভব। তিনি বলেন, দেশের মানুষ এখন বিএনপিকে নিয়ে নতুন স্বপ্ন দেখছে এবং তারেক রহমানের মধ্যেই একজন ডাইনামিক নেতার সমস্ত গুণাবলী খুঁজে পেয়েছে। শনিবার ( ১২ জুলাই ) ফতুল্লা থানাধীন বক্তাবলী ইউনিয়ন বিএনপি’র উদ্যোগে আয়োজিত সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
গিয়াস উদ্দিন বলেন, আমাদের দলের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ অভিযান উদ্বোধন করার পর থেকে সারা বাংলাদেশে মানুষের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি হয়েছে। যেখানেই যাই, নতুন নতুন মানুষ অনুরোধ জানায় যে তারা বিএনপির সদস্য হতে চায়।
ফতুল্লা থানা বিএনপির সহ-সভাপতি লোকমান হোসেনের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক পরিচালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, ফতুল্লা থানা বিএনপির সিনিয়র সহ-সভাপতি সুলতান মাহমুদ মোল্লা।
বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সভাপতি মাজেদুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফতুল্লা থানা বিএনপির সাবেক সভাপতি অধ্যাপক খন্দকার মনিরুল ইসলাম, কেন্দ্রীয় মৎসজীবী দলের সাবেক সাধারণ সম্পাদক মিলন মেহেদী, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সহ-সভাপতি জি,এম,সাদরিল, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক আকবর হোসেন, ফতুল্লা থানা বিএনপির সহ-সভাপতি আলাউদ্দিন খন্দকার শিপন, কুতুবপুর ইউনিয়ন বিএনপির সভাপতি হাজী বিল্লাল হোসেন, কাশীপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মঈনুল হোসেন রতন, ফতুল্লা ইউনিয়ন বিএনপির সভাপতি হাসান মাহমুদ পলাশ ও সাধারণ সম্পাদক আলমগীর হোসেন প্রমূখ।
অনুষ্ঠানের সার্বিক ত্তত্বাবধানে ছিলেন নারায়ণগঞ্জ জেলা কৃষকদলের যুগ্ম- আহবায়ক আল-আমিন ইকবাল।
Leave a Reply