মোঃ আবু কাওছার মিঠু
সারাদেশব্যাপী সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে প্রতিবাদ এবং সন্ত্রাসী হামলায় নিহত সোহাগসহ সকল শহীদদের স্মরণে নারায়ণগঞ্জের রূপগঞ্জে এক প্রতিবাদী মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৩ জুলাই) সন্ধ্যা সাড়ে সাতটায় ঢাকা-সিলেট মহাসড়কের ভুলতা গাউছিয়া এলাকায় এই কর্মসূচির আয়োজন করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন।
মিছিলটি ভুলতা স্কুলের সামনে থেকে শুরু হয়ে গোলাকান্দাইল গোলচত্বর হয়ে ভুলতা মসজিদের সামনে গিয়ে শেষ হয়। পুরো রাস্তাজুড়ে উত্তাল স্লোগানে মুখর ছিলো পরিবেশ—”সন্ত্রাসীদের বিচার চাই”, “সোহাগ হত্যার বিচার চাই”, “চাঁদাবাজদের হটাও, শিক্ষার্থীদের বাঁচাও”।
মিছিলে নেতৃত্ব দেন রূপগঞ্জ শাখার নাগরীক কমিটির সাবেক আহব্বায়ক হৃদয়, অধিকার পরিষদের কাউছার, ইসলামী আন্দোলন বাংলাদেশের মুফতি আব্দুল হাশেমী।
এসময় বক্তারা বলেন,সারা দেশে যেভাবে সাধারণ মানুষ, শিক্ষার্থী ও রাজনৈতিক কর্মীরা সন্ত্রাসীদের হাতে প্রাণ হারাচ্ছে, তা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। সোহাগ হত্যাকাণ্ড এরই একটি নির্মম দৃষ্টান্ত। আমরা এর দৃষ্টান্তমূলক বিচার দাবি করছি।”
আজ জনগণ রাস্তায় নেমে এসেছে, কারণ রাষ্ট্রীয় সহায়তায় কিছু চিহ্নিত সন্ত্রাসী চাঁদাবাজ চক্র দিনের পর দিন নিরীহ মানুষের রক্ত ঝরিয়ে যাচ্ছে। যদি সরকার এদের বিরুদ্ধে ব্যবস্থা না নেয়, তাহলে আমরা আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবো।”,
সন্ত্রাস ও দুর্নীতির বিরুদ্ধে জনগণ পাশে আছে। আর যারা শহীদ হয়েছেন, তারা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেই শহীদ হয়েছেন। আমরা তাঁদের আত্মার মাগফিরাত কামনা করি এবং সন্ত্রাসীদের শাস্তির দাবি জানাই।
এছাড়া উপস্থিত ছিলেন রূপগঞ্জের বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থী, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, পেশাজীবী, সাধারণ মানুষ ও মানবাধিকারকর্মীরা। মিছিলটি ঘিরে পুরো এলাকায় নিরাপত্তা ব্যবস্থা ছিলো জোরদার।
Leave a Reply