স ম জিয়াউর রহমান, চট্টগ্রাম থেকে :
অছিয়ে গাউসুলআজম মাইজভাণ্ডারী মাওলানা শাহসুফি সৈয়দ দেলাওর হোসাইন মাইজভাণ্ডারীর বিশিষ্ট মুরিদ মরহুম জহিরুল আলম বাচ্চুর সহধর্মিণী, গাউসুলআজম মাইজভাণ্ডারীর আদর্শবাহি সংগঠন আনজুমান-এ-মোত্তাবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারী কেন্দ্রীয় সংসদের মহাসচিব আলহাজ্ব মাসুদ মাহমুদের মমতাময়ী মা গত ১৩ জুলাই রবিবার নিজ বাসভবনে শেষনিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন) । মৃত্যুকালে তার বয়স হয়েছে ৫৮বছর ।
মরহুমা সন্তান সন্ততিসহ বহু গুণগ্রাহী রেখে জান।
মরহুমার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন দরবারে গাউসুলআজম মাইজভাণ্ডারীর মহামান্য জিম্মাদার ও মুন্তাজেম আওলাদ, জাঁ-নশীনে অছিয়ে গাউসুলআজম শাহসুফি সৈয়দ সহিদুল হক মাইজভাণ্ডারী (ম.) । মরহুমার জানাজা উপস্থিত ছিলেন আনজুমান-এ-মোত্তাবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারী কেন্দ্রীয় সংসদের সভাপতি শাহজাদা সৈয়দ আহমদ নাভিদ হাসান মাইজভাণ্ডারী, কেন্দ্রীয় সংসদ, চট্টগ্রাম মহানগর, বিভিন্ন দায়রা আঞ্চলিক শাখাসহ,স্থানীয় সমাজ প্রতিনিধি নিকটাত্মীয় স্বজন। মাওলানা সৈয়দ মুহাম্মদ তানজীদ হোসাইন জানাজার নামাজের ইমামতি করেন ও মাওলানা আবুল মনচুর মোনাজাত পরিচালনা করেন ।