আশিকুর রহমান, গাজীপুর :
গাজীপুরের টঙ্গীতে পূর্ব শত্রুতার জেরে কামরুল ইসলাম (২৬) নামে এক যুবককে ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে। নিহত কামরুল টঙ্গীর এরশাদ নগর এলাকার ৩ নম্বর ব্লকের বাসিন্দা দুলাল মিয়ার ছেলে।
পুলিশ জানায়, শনিবার সকাল ৭টা ৫০ মিনিটের দিকে টঙ্গীর দত্তপাড়া দিঘীর পাড় দারুল আহসান মাদানিয়া মাদ্রাসার সামনে এ ঘটনা ঘটে। অভিযুক্তরা হলেন—সাব্বির (৩১) ও মোসাম্মৎ সুলতানা বেগম (৩০)। পূর্ব শত্রুতার জেরে তারা কামরুলের গতিরোধ করে তার সঙ্গে কথাকাটাকাটিতে জড়িয়ে পড়ে।
একপর্যায়ে সাব্বির তার হাতে থাকা সুইচ গিয়ার ছুরি দিয়ে কামরুলের বুক ও পেটে আঘাত করে এবং সুলতানা রড দিয়ে তার মাথায় আঘাত করেন। এতে কামরুল গুরুতর জখম হন।
স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য তাকে রাজধানীর একটি হাসপাতালে পাঠান। অবশেষে সোমবার বিকেলে চিকিৎসাধীন অবস্থায় কামরুলের মৃত্যু হয়।
ঘটনার পর নিহতের বড় ভাই বাদী হয়ে টঙ্গী পূর্ব থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় দুইজনকে আসামি করা হয়।
টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ ফরিদুল ইসলাম জানান, “ঘটনার সঙ্গে জড়িত একজনকে (সুলতানা বেগম) গ্রেপ্তার করা হয়েছে। অপর আসামিকে গ্রেপ্তারে অভিযান চলছে।”