মোঃ কামাল হোসেন প্রধান জেলা প্রতিনিধি নরসিংদী ঃ
নরসিংদীর শিবপুর উপজেলা পুটিয়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ে অদ্য ১৫ জুলাই ২০২৫ ইং মঙ্গলবার বিকেলে মানব পাচার প্রতিরোধ কমিটির (সিটিসি) কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।রেফিউজি এন্ড মাইগ্রেটরি মুভমেন্টস রিসার্চ ইউনিট (রামরু) নামে একটি গবেষণা প্রতিষ্ঠান নরসিংদী জেলায় মানব পাচার সচেতনতা ও প্রতিরোধ নিয়ে সুইজারল্যান্ড এম্বাসির অর্থায়ন এ উইনরক ইন্টারন্যাশনালের বাস্তবায়নে তাদের চলমান প্রকল্প ( আশ্বাস ) মানব পাচার থেকে মুক্ত পুরুষ ও নারীর জন্য এর আওতায় কর্মশালাটি আয়োজন করে।কর্মশালায় কমিটির সদস্যদের সাথে মানব পাচার সচেতনতা তৈরিতে নিরাপদ অভিবাসন, বাংলাদেশের শ্রম-অভিবাসন ও মানব পাচার এবং নরসিংদী জেলায় মানব পাচারের প্রেক্ষাপট তুলে ধরা হয়। এবং মানব পাচার প্রতিরোধে, মানব পাচার প্রতিরোধ কমিটির (সিটিসি) ভুমিকা এবং কর্ম-পরিধি নিয়ে আলোচনা করা হয়। কর্মশালার সভাপতিত্ব করেন পুটিয়া ইউনিয়ন পরিষদের (ভারপ্রাপ্ত ) চেয়ারম্যান মোঃ বিল্লাল হোসেন। তিনি বলেন,নরসিংদী বরাবরই একটি অভিবাসন প্রবণ এলাকা। বিপুল পরিমান মানুষ প্রতি বছর এ জেলা থেকে বিদেশে যায়। এবং বেশিরভাগই অসচেতনতার অভাবে প্রতারণার শিকার হয়। এর মধ্যে শুধু প্রতারণা নয়, বরং প্রচুর পাচারের ঘটনাও ঘটে। আশ্বাস প্রকল্পটি সেই ভুক্তভোগীদের জন্য ঢাল হয়ে দাঁড়াবে বলে আমি মনে করি।রেফিউজি এন্ড মাইগ্রেটরি মুভমেন্টস রিসার্চ ইউনিট (রামরু) এর প্রোগ্রাম অফিসার মোঃ মৃদুল খান বলেন,নরসিংদী সারাদেশের মধ্যে মানব পাচারের অন্যতম সোর্স (উৎসস্থল) এবং ট্রাঞ্জিট পয়েন্ট (বিরতিস্থান) হিসেবে চিহ্নিত। এখানে একাধিক মানব পাচারকারী চক্র সক্রিয়। ফলে এই জেলায় প্রচুর মানব পাচারের ঘটনা ঘটেছে এবং ঘটছে। আমরা আমাদের প্রকল্প থেকে মুলত মানব পাচার সচেতনতা ও প্রতিরোধে কাজ করছি। এবং নরসিংদী জেলায় মাঠ পর্যায়ে সচেতনতা ও প্রতিরোধ তৈরিতে আমরা সাংস্কৃতিক বিভিন্ন টুলস নিয়ে সামনে আরও ব্যাপক আকারে কাজ শুরু করতে যাচ্ছি। এই ব্যাপক কর্মসুচিতে সিটিসি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। সে জন্যই এই কর্মশালার আয়োজন।
ক্যাম্পেইনে অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন ইউনিয়ন পর্যায়ে মানব পাচার প্রতিরোধ কমিটির (সিটিসি) মোঃ অলিউল্লাহ মোল্লা ও সদস্যবৃন্দ।