মনোয়ার শাজাহানপুর প্রতিনিধি
বাংলাদেশের গ্রামাঞ্চলে বর্ষা মানেই এক অন্যরকম উচ্ছ্বাস। বগুড়ার গ্রামগুলোতেও এর ব্যতিক্রম হয়নি। বর্ষা নেমে আসতেই বিল-ঝিল, খাল-ডোবা ও জলাবদ্ধ জায়গাগুলোতে ভরে উঠেছে নানা প্রজাতির দেশি মাছ।
মাছ ধরতে নেমে পড়েছেন গ্রামের তরুণ-যুবকসহ সাধারণ মানুষ।
সম্প্রতি দেখা গেছে দেশি প্রজাতির টাকি, শিং, মাগুর, কৈ, পুঁটি, খৈলসা, চেলা, টেংরা, শোল, গজারসহ নানা জাতের মাছের সমাহার। বাঁশের তৈরি চাঁই, খালুই, জালসহ ঐতিহ্যবাহী কৌশলে মাছ ধরছেন স্থানীয়রা।
স্থানীয় একজন বলেন, “এই মাছগুলো কোন খামারের না, একেবারে প্রাকৃতিক পরিবেশে বড় হয়েছে। তাই স্বাদেও আলাদা, পুষ্টিতেও ভরপুর।”
বর্ষাকালীন দেশি মাছ শুধু পুষ্টির উৎস নয়, গ্রামীণ সংস্কৃতির এক আবেগের নাম। আর গ্রামের এই দৃশ্য যেন তারই প্রতিচ্ছবি।
Leave a Reply