সোহেল কবির, স্টাফ রিপোর্টার
এসময়ে জেলা যুবদলের নেতাকর্মীরা শ্লোগান দেয়, ;আমরা সবাই তারেক সেনা’ ভয় করি না বুলেট বোমা, জামায়াত শিবির রাজাকার, এ মুহূর্তে বাংলা ছাড়’, ‘রাজাকার আর স্বৈরাচার, মিলেমিশে একাকার’, ‘দিল্লি গেছে স্বৈরাচার’ পিন্ডি যাবে রাজাকার’।
এসময়ে আরও উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা সাবেক সহ- সভাপতি আমিনুল ইসলাম ইমন, সাবেক ছাত্রদল সিনিয়র সহ-সভাপতি সানাউল্লাহ মান্নান সানি, সাবেক যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম ভূঁইয়া, আরিফুজ্জামান ইমন, ফতুল্লা থানা যুবদলের আহ্বায়ক মাসুদুর রহমান মাসুদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইসমাইল খান, যুগ্ম আহ্বায়ক আব্দুল খালেক টিপু, আড়াইহাজার উপজেলা যুবদলের সদস্য সচিব খোরশেদ আলম ভূঁইয়া, সোনারগাঁ উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক নূরে ইয়াসিন নোবেল, তারাব পৌরসভা যুবদলের সদস্য সচিব কাজী আহাদ, রূপগঞ্জ উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক আমিনুল ইসলাম প্রিন্সসহ বিভিন্ন উপজেলা, পৌরসভা, ইউনিয়ন, ওয়ার্ড পর্যায়ে যুবদলের নেতৃবৃন্দ।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে কুরুচিপূর্ণ বক্তব্য ও দেশব্যাপী ষড়যন্ত্রের প্রতিবাদে নারায়ণগঞ্জ জেলা যুবদলের আহ্বায়ক সাদেকুর রহমান সাদেক ও সদস্য সচিব মশিউর রহমান রনির নেতৃত্বে বিক্ষোভ মিছিল করেছে জেলা যুবদল।
বৃহস্পতিবার (১৭ জুলাই) সকাল এগারোটায় কেন্দ্র ঘোষিত কর্মসূচিকে সফল করতে বৈরী আবহাওয়া উপেক্ষা করে জেলা যুবদলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা ব্যানার ফেস্টুনে সু-সজ্জিত হয়ে শ্লোগান আর মিছিলে মিছিলে জেলা পরিষদের অপরদিকে নতুন কোর্টের সামনে জড়ো হয়।
পরে সেখান থেকে বিশাল শোডাউন করে মিছিল নিয়ে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড দিয়ে চানমারি হয়ে চাষাড়া চত্বর ঘুরে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন
Leave a Reply