1. abukowsarmithu@gmail.com : abuko wsarmithu : abuko wsarmithu
  2. admin@dainikgonotontro.com : gontadmin :
সোমবার, ১২ মে ২০২৫, ০২:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
নবাবগঞ্জে ফ্যানের তার লাগাতে গিয়ে বিদ্যুৎ স্পষ্ট হয়ে যুবকের মৃত্যু দিনাজপুরে সর্বোচ্চ তাপমাত্রা ৩৮ দশমিক ০ ডিগ্রি সেলসিয়াস দিনাজপুরের বিরামপুরে ট্রেনে কাটা পড়ে বাবার মৃত্যু, ছেলে আহত আওয়ামীলীগ কার্যক্রমে নিষেধাজ্ঞা, শার্শায় জামায়াতের শোকরানা মিছিল ও সভা বেনাপোলে ট্রাক্টরের ধাক্কায় সাইকেল আরোহীর মৃত্যু শ্রী শ্রী মা মগধেশ্বরী জাগ্রত মন্দিরের ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী উৎসব সম্পন্ন রায়পুরায় জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ উদ্বোধন উপলক্ষে আলোচনা সভা তারুণ্যের সমাবেশে সাংবাদিক লাঞ্চিতের অভিযোগ চাঁপাইনবাবগঞ্জে উদ্বোধন হলো মাসব্যাপী শিল্পপণ্য ও বাণিজ্য মেলা  শাজাহানপুরে যুব-স্বেচ্ছা ও ছাত্রদলের যৌথ সভা অনুষ্ঠিত

মামলা প্রত্যাহারের দাবি সনাতন জাগরণ মঞ্চের : অন্যতায় কঠোর কর্মসূচী

  • প্রকাশিত : শনিবার, ২ নভেম্বর, ২০২৪
  • ৮১ বার পাঠ করা হয়েছে

চট্টগ্রামে নানা বাধা উপেক্ষা করে সনাতন জাগরণ মঞ্চের প্রতিবাদ সমাবেশে হাজার হাজার নারী-পুরুষ স্বতঃস্ফূর্ত অংশ নিয়েছেন। নগরের প্রাণকেন্দ্র চেরাগী পাহাড় মোড়ে আজ ১ নভেম্বর শুক্রবার বিকেল তিনটায় অনুষ্ঠিত এই সমাবেশ থেকে মঞ্চের মুখপাত্রসহ ১৯ জনের বিরুদ্ধে মামলা প্রত্যাহারে সোমবার সকাল পর্যন্ত সময় বেঁধে দেওয়া হয়। নাহলে সোমবার সারা দেশে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে সমাবেশে বক্তারা জানান।

সনাতন জাগরণ মঞ্চের সংগঠক স্বতন্ত্র গৌরাঙ্গ দাস ব্রহ্মচারী বক্তব্যে বলেন, ‘মিথ্যা মামলাটি প্রত্যাহারের জন্য আমরা রোববার স্মারকলিপি দেব প্রধান উপদেষ্টা বরাবর। এরপরও কাজ না হলে সোমবার সারা দেশে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।’ শান্তিপূর্ণ প্রতিবাদ সমাবেশে আসতে লোকজনকে বিভিন্ন স্থানে প্রশাসনের পক্ষ থেকে বাধা দেওয়া হয় বলেও অভিযোগ করেন স্বতন্ত্র গৌরাঙ্গ দাস।
আজ অনুষ্ঠিত তিনটার এই সমাবেশের আগে থেকে সমাবেশস্থল চেরাগী পাহাড় মোড়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অবস্থান নেন। এ ছাড়া নগরের জামালখান, আন্দরকিল্লা মোড়, বৌদ্ধমন্দির, আসকার দীঘির পাড়সহ বিভিন্ন স্থানেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর অবস্থান ছিল। চেরাগী পাহাড়মুখী মিছিল ও লোকজনকে আটকে দিচ্ছিলেন বলে সমাবেশ থেকে অভিযোগ করা হয়।
সমাবেশস্থল চেরাগী পাহাড় মোড়েও বেলা তিনটা পর্যন্ত সমবেত লোকজনকে রাস্তার এক পাশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আটকে রাখে। পরে লোকসমাগম বাড়লে বাধা উপেক্ষা করে চেরাগী পাহাড় মোড়ের চত্বরে অবস্থান নেন আয়জকবৃন্দ। এরপর সমাবেশ শুরু হয়। সমাবেশ চলে বিকেল পাঁচটা পর্যন্ত।
সমাবেশের শুরুতে স্বতন্ত্র গৌরাঙ্গ দাস ব্রহ্মচারী বক্তব্যে বলেন, ‘আমরা শান্তিপূর্ণ সমাবেশ করতে সমবেত হয়েছি। কিন্তু নগরের জামালখান, আসকার দীঘির পাড়, নন্দনকানন ও আন্দরকিল্লা এলাকায় লোকজনকে সমাবেশে আসতে বাধা দেওয়া হচ্ছে।’
স্বতন্ত্র গৌরাঙ্গ দাস বলেন, ‘আমাদের কারাগারে নেওয়ার হুমকি দিচ্ছেন, মামলা করেছেন সাধু ও সনাতনীদের বিরুদ্ধে। সাধুরা কিন্তু ভয় পান না। ৮ দফা আদায় করে ছাড়ব। সনাতনীদের দমিয়ে রাখতে পারবেন না। প্রশাসনকে সম্মান করি। তাই আমরা শান্তিপূর্ণ আন্দোলন করছি।’
গৌরাঙ্গ দাস আরও বলেন, জাতীয়বাদী দল বিএনপি ভুল বুঝতে পেরেছে। তাই তারা মামলার বাদী ফিরোজ খানকে বহিষ্কার করেছে। ফিরোজ খানকে যে ইন্ধন দিয়েছে, তাকে খুঁজে বের করে দ্রুত আটক করতে হবে। না হলে বারবার এ দেশের নাম ক্ষুণ্ন হবে।
অন্যতম সমন্বয়ক জুয়েল আইচ বলেন, ‘আমরা সরকারের সহযোগী হতে চাই। ৮ আট দফা দাবি বাস্তবায়িত হলে আর রাস্তায় নামব না। আর যদি মনে করেন, আমাদের কারাগারে নেবেন, তাহলে যাব। রাস্তায় যেহেতু নেমেছি, দাবি আদায় করে যাব। আমরা শান্তিতে বসবাস করতে চাই। কেউ বাধ্য করবেন না ঢাকা–চট্টগ্রাম মহাসড়ক বন্ধ করতে।’
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কুশল বরণ চক্রবর্তী বলেন, ‘জাতীয় সংগীতের মাধ্যমে সমাবেশ হয়েছে। আমরা দেশদ্রোহী কী কাজ করলাম? সনাতনীরা সাম্প্রদায়িক নন। আমাদের মধ্যে কোনো দেশবিরোধী ও সাম্প্রদায়িকতা নেই। পৃথিবীর যেই প্রান্তে থাকি, সনাতনীরা নিজ দেশকে ভালোবাসে, মায়ের সম্মান করে।’
সনাতনী মঞ্চের সংগঠক জগন্নাথ ব্রহ্মচারী বলেন, ‘সনাতনীরা বিশ্বে সুশৃঙ্খল ধর্মীয় সম্প্রদায় হিসেবে পরিচিত। আমরা সবাই একসঙ্গে কারাগারে যাব।’
সংগঠক সুমন দের সঞ্চালনা আরও বক্তব্য দেন বিপ্লব চৈতন্য মহারাজ, অজপানন্দ ব্রহ্মচারী, রণনাথ ব্রহ্মচারী, রিগান চৈতন্য দাস, তাপসানন্দ ব্রহ্মচারী, অকিঞ্জন গোর দাস ব্রহ্মচারী, দারুব্রহ্ম জগন্নাথ দাস ব্রহ্মচারী, সুচারু কৃষ্ণ দাস, পরিতোষানন্দ মহারাজ, শ্রীল সুধারাম মহারাজ, মিলন শর্মা, কুশল বরণ চক্রবর্তী, কাঞ্চন আচার্য, যীশুময় দেব প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2024
কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি