সাদেকুল ইসলাম,
বিরল (দিনাজপুর) প্রতিনিধি:
ফ্যাসিস্ট আওয়ামী লীগ কর্তৃক ২১ গ্রেনেড হামলার মিথ্যা মামলা থেকে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ সকল আসামী খালাস পাওয়ায় দিনাজপুরের বিরল ও পৌর বিএনপি’র দু’দফায় আয়োজনে আনন্দ মিছিল ও ১৩ জুলাই বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়াম্যান তারেক রহমান কর্তৃক জাতীর সামনে উপস্থাপিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা সম্বলিত লিফলেট বিরল পৌর শহরে বিতিরন করা হয়েছে।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী জেলা বিএনপি’র সহ-সভাপতি মোজাহারুল ইসলামের সৌসজ্যে সোমবার সকালের দিকে পৌর শহরের বকুলতলা মোড় হতে প্রথম দফায় একটি আনন্দ মিছিল বের হয়ে কেন্দ্রীয় শহীদ মিনার সম্মুখে এক পথসভা অনুষ্ঠিত হয়।
ওই পথসভায় জেলা বিএনপি’র বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক ভিপি হামিদুর রহমান, বিরল উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি রফিকুল ইসলাম, সাবেক সাধারন সম্পাদক প্রভাষক মিজানুর রহমান, সাবেক সমবায় বিষয়ক সম্পাদক আব্দুল হাকিম, উপজেলা তাঁতী দলের আহবায়ক লুৎফর রহমান, উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক আবু আল-ইমরান প্রধান, ছাত্রদলের আহবায়ক সুমন রেজা প্রমুখও বক্তব্য রাখেন।
অপরদিকে, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী জেলা বিএনপি’র যুগ্ন সাধারন সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক সফল চেয়ারম্যান আ ন ম বজলুর রশিদ এর নেতৃতে বিকেলে আনন্দ মিছিল শেষে গত ১৩ জুলাই বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়াম্যান তারেক রহমান কর্তৃক জাতীর সামনে উপস্থাপিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা সম্বলিত লিফলেট বিরল পৌর শহরে বিতরন করেন। এ সময় তাঁর সাথে ছিলেন, পৌর বিএনপি’র সভাপতি লিয়াকত আলী, সাধারন সম্পাদক নুরজামাল হোসেন, সহসভাপতি ইসকান্দার হাসান, পৌর বিএনপি’র যুগ্নসাধারন সম্পাদক ও পৌর যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক হাবিবুর রহমান, উপজেলা কৃষকদলের সহ সভাপতি মিজানুর রহমান, তাঁতীদলের আহবায়ক লুৎফর রহমান সহ উপজেলা, পৌর ও ইউনিয়ন বিএনপি এবং সহযোগি সংগঠনের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।
Leave a Reply