স ম জিয়াউর রহমান, চট্টগ্রাম থেকে :
বন্দর নগরী চট্টগ্রামের মুরাদপুরে অবস্থিত কে প্লাজায় সুগন্ধা ব্যাংকুইট হলে চট্টগ্রাম ইভেন্ট ম্যানেজমেন্ট ব্যবসায়ী ঐক্য পরিষদ নামে সংগঠনের আত্নপ্রকাশ ও শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
গতকাল (২ ডিসেম্বর) সোমবার বিকাল ৪ ঘটিকায় নিশাত রহমানের সঞ্চালনায় ও সংগঠনের সভাপতি ইফতেখার আলম পাপ্পুর সভাপতিত্বে এ অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উদ্বোধক হিসাবে উপস্থিত ছিলেন দৈনিক আমাদের বাংলা ও দৈনিক আমাদের চট্টগ্রামের সম্পাদক, বাংলাদেশ এডিটর ফোরাম কেন্দ্রীয় পরিষদের সভাপতি ও জাতীয় প্রেস ক্লাবের সদস্য মিজানুর রহমান চৌধুরী।
প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের ভাইস প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার লায়ন জাবেদ আবছার চৌধুরী।
প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন ইন্টারন্যাশনাল মিডিয়া পরিচালক লন্ডন প্রবাসী সাংবাদিক মুনীর চৌধুরী।
এছাড়াও বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের প্রেসিডেন্ট লায়ন এস এম মোরশেদ হোসেন, স্যাটেলাইট টেলিভিশন মাই টিভির চট্টগ্রাম ব্যুরো চীফ নুরুল কবির, চট্টগ্রাম কমিউনিটি সেন্টার মালিক সমিতির সভাপতি হাজী মো : সাহাব উদ্দিন, চট্টগ্রাম ডেকোরেটরস মালিক সমিতির সাধারণ সম্পাদক সাজেদুল আলম মিল্টন, কমিউনিটি সেন্টার মালিক সমিতির সাধারণ সম্পাদক মো : সাইফুদ্দিন দুলাল চৌধুরী, বিশিষ্ট সমাজসেবী ও সংগঠক সাজ্জাদ হোসেন।
শুভেচ্ছা বক্তব্য রাখেন, সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ আবদুল্লা আল মামুন।
এ সময় স্বাগত বক্তব্য রাখেন, ইভেন্ট ম্যানেজমেন্ট ব্যবসায়ী কাজী আবজল হোসেন, সংগঠনের উপদেষ্টা ইয়াহিয়া জিয়া, বিমান দাশ, জুয়েল ঘোষ প্রমুখ।
অনুষ্ঠান শেষে কেক কেটে সংগঠনের নতুন কার্যকরী কমিটির সদস্যদের শপথ বাক্য পাঠ করান অনুষ্ঠানের উদ্বোধন করেন বাংলাদেশ এডিটর ফোরামের কেন্দ্রীয় পরিষদের সভাপতি ও দৈনিক আমাদের বাংলার সম্পাদক মিজানুর রহমান চৌধুরী।
এর আগে অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত পাঠ করা হয়।
Leave a Reply