মোঃ আনোয়ার হোসেন:
❝জনতার অধিকার, আমাদের অঙ্গীকার।
আমাদের অঙ্গীকার,দেশ হবে জনতার❞ এই স্লোগান নিয়ে এগিয়ে চলছে সদ্য সাবেক ভিপি নুরুলহক নুর সমর্থিত “বাংলাদেশ শ্রমিক অধিকার পরিষদ। তার ধারাবাহিকতায় বাংলাদেশ গণ অধিকার পরিষদের অঙ্গ সংগঠন বাংলাদেশ শ্রমিক অধিকার পরিষদ গলাচিপা থানাধীন আমখোলা ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের তাফালবাড়ীয়া মাধ্যমিক বিদ্যালয়ের হলরুমে উৎসব মূখর শ্রমিক অধিকার পরিষদের সদস্য গ্রহন করা হয়েছে।
বাংলাদেশ শ্রমিক অধিকার পরিষদে’র অঞ্চল ভিত্তিক সাংগঠনিক কার্যক্রম গতিশীল করতে এবং সমন্বয় করে এগিয়ে নিতে আমখোলা ইউনিয়নে শ্রমিক অধিকার পরিষদের সদস্য সংগ্রহ এবং জনপ্রিয়তা দিন দিন বেড়েই চলেছে। বাংলাদেশ গন অধিকার পরিষদ সাধারণ মানুষের ন্যায়সঙ্গত অধিকার আদায়, সরকারি চাকরিতে কোটা ব্যবস্থার যৌক্তিক সংস্কার ও অন্যান্য বৈষম্য দূরীকরণের উদ্দ্যেশ্যে প্রতিষ্ঠিত একটি গণতান্ত্রিক সংগঠন।
গন অধিকার পরিষদের অঙ্গ সংগঠন হিসাবে যাত্রা শুরু করে শ্রমিক অধিকার পরিষদ। সমৃদ্ধির বাংলাদেশে ইতিমধ্যে শ্রমিক অধিকার পরিষদ পুরো বাংলাদেশে এই সংগঠনের শাখা বিস্তার লাভ করেছে। তাদের রাজনৈতিক শ্লোগান হলো “জনতার অধিকার-আমাদের অঙ্গীকার”। সাবেক ভিপি নুরুলহক নুরের সংগঠন গন অধিকার পরিষদের অঙ্গ সংগঠনের শ্রমিক অধিকার পরিষদ প্রতিষ্ঠা লগ্ন থেকেই দেশের সকল দুর্নীতি, অন্যায়, অবিচারের বিরুদ্ধে এবং সাধারণ মানুষের মৌলিক অধিকার আদায়ের পক্ষে কাজ করে আসছে এবং কাজ করে যাবে শাখা শ্রমিক অধিকার পরিষদের গলাচিপা শ্রমিক অধিকার পরিষদ।
উল্লেখ্য ২০১৮ সালের ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া কোটা সংস্কার আন্দোলনের ভিত্তিতে গড়ে উঠে এই সংগঠনটি। ২০১৯ সালে ডাকসুর নির্বাচনে ভিপির মতো মূল্যবান পদটি জয় করে নেন তিনি। এর আগে পরে বিভিন্ন যৌক্তিক দাবি নিয়ে একাধিকবার তাদেরকে কথা বলতে দেখা গেছে। নতুন প্রজন্মের কাছে এক জননন্দিত নাম ভিপি নুরুল হক নুর ও তার বাংলাদেশ গন অধিকার পরিষদ।
এই ধারাবাহিকতায় পটুয়াখালী জেলার গলাচিপায় কিছু উদ্যমী যুবক বিভিন্ন সময়ে অন্যায় অনিয়মের বিরুদ্ধে কথা বলতে দেখা গেছে, তাদেরকে বিভিন্ন সামাজিক কাজেও দেখা গেছে সোচ্চার। এমন উদ্যমী ও মেধাবী যুবক নিয়ে গঠন করা হয় শ্রমিক অধিকার পরিষদ।
আমখোলার বিভিন্ন জায়গা থেকে নতুন নতুন কর্মী যোগ দিচ্ছে। কমিটির সকল সদস্য শুভাকাঙ্ক্ষীদের নিয়ে সম্মিলিতভাবে এক ও অভিন্নভাবে কাজ করার লক্ষে গলাচিপায় সদস্য সংগ্রহ চলছে, মানুষের অধিকার বাস্তবায়নে অগ্রণী ভূমিকায় শ্রমিক অধিকার পরিষদে আছেন এবং থাকবেন বলে তারা প্রত্যাশা করেন। দেশের সকল যুবক ও সাধারণ মানুষের সহযোগিতা কামনা করেন।
শ্রমিক অধিকার পরিষদে যারা কাজ করতে আগ্রহী তারা ও ছাত্র অধিকার পরিষদ ফেসবুক পেইজ থেকেও সদস্য সংগ্রহের তথ্য ও বিভিন্ন দিক নির্দেশনা পাবেন । ইউনিয়নের ৮ নং ওয়ার্ড তাফালবাড়ীয়া মাধ্যমিক বিদ্যালয়ের হলরুমে গনঅধিকার পরিষদের সদস্য সংগ্রহ ও মুক্ত আলোচনা সভার আয়োজনে উপস্থিত ছিলেন উপজেলা শ্রমিক অধিকার পরিষদের সদস্য সচিব মোঃ আমির হোসেন,যুগ্ন আহবায়ক নাজমুল হাসান।
আমখোলা ইউনিয়নের যুব অধিকার পরিষদের আহবায়ক কাওসার মৃধা ও সদস্য সচিব রাজিবুল হাসান।
এতে গনঅধিকার পরিষদের যুব অধিকার, ছাত্র অধিকার ও শ্রমিক অধিকার এর সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Leave a Reply