মোঃহাসানুর জামান বাবু,চট্টগ্রাম:
চট্টগ্রাম পটিয়ার প্রাচীনতম শিক্ষা প্রতিষ্ঠান হাবিলাসদ্বীপ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র ১৯৯২ব্যাচের পূর্ণমিলণী অনুষ্ঠান করার লক্ষে এক জরুরী প্রস্তুতি মূলক সভা আজ বিকালে ১৯৯২ ব্যাচের ছাত্র আয়কর আইনজীবী অরবিন্দ চৌধুরীর হাবিলাসদ্বীপ গ্রামের বাড়ীতে অনুষ্ঠিত হয়।
উক্ত প্রস্তুতি সভায় বিভিন্ন পরামর্শ মূলক বক্তব্য রাখেন ১৯৯২ ব্যাচের প্রাক্তন ছাত্র যথাক্রমে একে এম শাহজাহান,মোঃ নজরুল ইসলাম, বিশ্বজিত বিশ্বাস, মোঃ শওকত আলী,অরবিন্দ চৌধুরী, উজ্জ্বল কুমার নাথ,অরুপ ধর,মুহাম্মদ সেলিম,টুলু মজুমদার, মোঃ জাহাঙ্গীর আলম,মোঃ ইদ্রিস খান কপিল,শামীম হোসেন,মুহাম্মদ ইউনুছ,উজ্জ্বল সেন,তিমির ধর,বিধান চৌধুরী,মোঃ ইলিয়াস,রিটন বিশ্বাস,মোঃ মাহাবুল আলম সওদাগর,কামাল উদ্দীন,সাবেক ছাত্রদল নেতা মোঃ বেলাল হোসেন,মোহাম্মদ ইউচুপ,শেখ আহমদ, আবদুর রশীদ, আবুল কালাম,মোঃ কামাল উদ্দীন,উত্তম বসু, সুমন কান্তি ঘোষ প্রমূখ।
প্রস্তুতি সভা শেষে উপস্থিত সকলের সর্বসম্মতিক্রমে আয়কর আইনজীবী অরবিন্দ চৌধুরীকে পূর্ণমিলনী উদযাপন পরিষদের আহ্বায়ক,শেখ আহমদ, শ্রী তিমির ধর,মোঃ বেলাল হোসেন,মুহাম্মদ কামাল উদ্দীন, এই চারজনকে যুগ্ম আহ্বায়ক, হাবিলাসদ্বীপ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মুহাম্মদ সেলিম’কে সদস্য সচিব ও ডাঃ আলম মুহাম্মদ শরীফ,মোঃ শওকত আলী,কে এম শাহজাহান’কে নির্বাহী সদস্য করে, একটি ১৯৯২ ব্যাচের পূর্ণমিলনী উদযাপন কমিটি গঠন করা হয়।
Leave a Reply