মিতু আহমেদ নারায়ণগঞ্জ প্রতিনিধি,
এম.আর.এম ফোর্স সার্ভিসেস লিমিটেড কোম্পানী পরিদর্শন করেন ভিজিটর চাইনিস জুবাংহু আত্ন নির্ভরশীল ও নিরাপত্তা স্বার্থে বিভিন্ন কোম্পানীর সাথে তিনি মত বিনিময় ও পরিদর্শন করেন।
এ সময় তিনি বাংলাদেশের প্রশংসা করেন এবং
এম.আর.এম ফোর্স সার্ভিসেস লিমিটেড এর সাথে ভিজিট কালে মত বিনিময় প্রশংসা করেন।
আজ দুপুরে চাষাড়া এম আর এম ফোর্স সার্ভিসেস লিমিটেড কোম্পানী ভিজিট করেন এবং সকলেই তাকে ফুলের শুভেচ্ছা দিয়ে বরণ করেন।
এ সময়, এম.আর.এম ফোর্স সার্ভিসেস লিমিটেড এর পরিচালক মোঃ রায়হান খান বলেন, আমর নিরাপত্তার স্বার্থে কাজ করে আসছি। বিশ্বময় ও আমাদের
বাংলাদেশে সিকিউরিটি কোম্পানি , সিকিউরিটি পুলিশ , সিকিউরিটি ফোর্স , সিকিউরিটি সার্ভিস , সিকিউরিটি এজেন্সি , সিকিউরিটি গার্ড , সাইবার সিকিউরিটি সিস্টেম , সিকিউরিটি ক্যামেরা , রিমোট গার্ডিং ) সেরুপে আমরাও অবসর প্রাপ্ত প্রশাসিক লোকদের নিয়ে সিকিউরিটি এজেন্সি ও সিকিউরিটি গার্ড সহ অনান্যা বাহিনীর পাশাপাশি দেশের ও জনগণের নিরাপত্তায় কাজ করে আসছি। দেশের যে কোনো পরিস্থিতে আমরা দেশের স্বার্থে আমাদের এম.আর.এম ফোর্স সার্ভিসেস লিমিটেড কোম্পানী প্রস্তুত আছি এবং দেশপ্রেমে কাজ করবো।
এ সময়, পরিদর্শন কালে এমআরএম ফোর্স সার্ভিসেস লিমিটেড প্রশাসনিক কর্মকর্তা সহ নিরাপত্র গণ ও উপস্থিত ছিলেন।
Leave a Reply