মো. রাসেল শেখ, নড়াইল জেলা প্রতিনিধি:
নড়াইলের কালিয়ায় কৃষি অফিসের আয়োজনে রাইস ট্রান্সপ্লান্টার মেশিনের মাধ্যমে ধানের চারা রোপন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। ১৩ জানুয়ারী (সোমবার) বিকাল ৩ টায় উপজেলার কলাবাড়ীয়া তালুকদার পাড়ায় ওই মেশিনের মাধ্যমে ধানের চারা রোপন করে এ কার্যক্রমের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক কৃষিবিদ মোঃ জসীম উদ্দীন ও সভাপতি উপজেলা নির্বাহী অফিসার মোঃ রাশেদুজ্জামান। ২০২৪-২৫ অর্থবছরে কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায় কৃষি সমৃদ্ধির লক্ষ্যে ওই এলাকার ৬২ জন কৃষকের ৫০ একর জমিতে আধুনিক পদ্ধতিতে ধানের চারা রোপনের উদ্দেশ্যে গত বছরের ১৪ ডিসেম্বর ৪ হাজার ৫ শত ট্রেতে বীজ রপন করা হয়। উপজেলা কৃষি অফিসের নিবিড় পরিচর্যায় আজ বোরো ধানের চারা মেশিনের মাধ্যমে রোপন করা হয়। উপ সহকারী কৃষি অফিসার আবুল হাসানের সঞ্চালনায় অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত উপ পরিচালক (শস্য) ঋতুরাজ সরকার, জেলা প্রশিক্ষন অফিসার সৌমিত্র সরকার ও উপজেলা কৃষি অফিসার ইভা মল্লিক। আরো উপস্থিত ছিলেন কলাবাড়ীয়া ইউনিয়নের উপ সহকারী কৃষি অফিসার আজিজুর রহমান ও মমতা খানম, কৃষি অফিসের সকল কর্মকর্তা ও কর্মচারী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ সমলয় চাষীরা।
এ সময় অতিথিবৃন্দ দিক নির্দেশনা মূলক বক্তব্য দেন এবং রোপন করা ধান পেঁকে গেলে আনুষ্ঠানিক ভাবে কম্বাইন্ড হারবেষ্টার মেশিনের মাধ্যমে কাটা হবে বলে প্রত্যয় ব্যক্ত করেন।
Leave a Reply