মো. রাসেল শেখ, নড়াইল জেলা প্রতিনিধি:
নড়াইল সদর উপজেলায় কলোড়া ইউনিয়ন শিমুলিয়া গ্রাম থেকে বৃষ্টি বিশ্বাস (২৬) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৭ জানুয়ারি) রাত ৯ টার দিকে সদর উপজেলার শিমুলিয়া গ্রামের নিজ ঘর থেকে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় ওই লাশটি উদ্ধার করা হয়। বৃষ্টি বিশ্বাস শিমুলিয়া গ্রামের লিয়ন বিশ্বাসের স্ত্রী। তার পিতার বাড়ি বাগের হাট জেলার মোংলা উপজেলায় বলেজানা গেছে। নড়াইল সদর থানা পুলিশের ওসি মো. সাজেদুল ইসলাম মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশ ও এলাকাবাসী জানায়, শুক্রবার সন্ধ্যার দিকে পরিবারের লোকজন বৃষ্টিকে নিজঘরে শাড়ি পেঁচিয়ে ফ্যানের সঙ্গে ঝুলান্ত অবস্থায় দেখতে পান। পরে খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে। পরে ময়না তদন্তের জন্য নড়াইল সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়। এর আগে ওই দিন বিকেলে একমাত্র সন্তানকে নিয়ে স্বামী লিয়নের সঙ্গে এলাকার একটি বিয়ে বাড়িতে গিয়েছিলেন বৃষ্টি। সন্ধ্যায় বাড়িতে ফিরে নিজ ঘরে ফ্যানের সঙ্গে শাড়ি পেঁচিয়ে তিনি আত্মহত্যা করেছেন বলে দাবি পরিবারের। তবে কীকারণে তিনি আত্মহত্যা করেছেন, তাজানা যায়নি। এ বিষয়ে নড়াইল সদর থানার ওসি সাজেদুল ইসলাম বলেন, এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
Leave a Reply