1. abukowsarmithu@gmail.com : abuko wsarmithu : abuko wsarmithu
  2. admin@dainikgonotontro.com : gontadmin :
রবিবার, ২৭ এপ্রিল ২০২৫, ১১:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
বৈষম্যবিরোধী ছাএ আন্দোলনে আহত এবং প্রতিহিংসা মূলক সম্পওি আত্মসাৎতের জন্য হত্যা চেষ্টা করা হয় সাংবাদিক মাহাবুব হাওলাদার কে ————– রূপগঞ্জে যুব মহিলালীগ নেত্রী গ্রেফতার বন্ধ জুট মিল খুলে দেওয়ার দাবিতে সীতাকুণ্ডে মানববন্ধন নড়াইলে ব্যবসায়ীদের সাংবাদিক সম্মেলন ও মানবন্ধন বালুয়ায় ছাত্র-জনতার মুহুর্মুহু স্লোগান ‘রংপুরে নয়, গাইবান্ধায় চাই চীনের মৈত্রী হাসপাতাল শার্শা উপজেলায় ফেনসিডিলসহ যুবক আটক দফের আবিষ্কার ও প্রচলন ইতিহাস রাজশাহীতে তীব্র গরমে পথচারীর পাশে খাবার পানিও স্যালাইন বিতরণ নার্সিং ও মিডওয়াইফারি ডিপ্লোমা কোর্সকে স্নাতক সমমানের দাবীতে মৌলভীবাজারে মানববন্ধন নার্সিং ও মিডওয়াইফারি ডিপ্লোমা কোর্সকে স্নাতক সমমানের দাবীতে মৌলভীবাজারে মানববন্ধন

গুন্ডামী দখলবাজি সুস্পষ্ট অভিযোগের দায়ে যুবদল নেতা মিথ্যাচারী আশরাফ ভূঁইয়া বহিস্কার

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী, ২০২৫
  • ৩৫ বার পাঠ করা হয়েছে

বিশেষ প্রতিনিধি :

দখলবাজিতে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগে নারায়ণগঞ্জ জেলাধীন সোনারগাওঁ থানা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. আশরাফ ভূঁইয়াকে প্রাথমিক সদস্য পদ সহ দল থেকে বহিস্কার করা হয়েছে।

বহিষ্কৃত নেতৃবৃন্দের কোন ধরনের অপকর্মের দায়-দায়িত্ব নল নিকেনা। যুবদলের সকল পর্যায়ের নেতাকর্মীদের আদের সাথে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশনা প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার ২৩ জানুয়ারী জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন ইতোমধ্যে এ সিদ্ধান্ত কার্যকর করেছেন।

উল্লেখ যে, গত কয়েকদিন পূর্বে —— সোনারগাঁ‌য়ের এএন‌জেড টেক্সটাইল মিল‌স ফ‌্যাক্ট‌রি‌তে চাঁদার দা‌বি‌তে সন্ত্রাসী হামলা ও লুটপাট চা‌লি‌য়ে‌ছে ব‌লে অ‌ভি‌যোগ পাওয়া গে‌ছে। ভুক্তভুগী মোঃ আনোয়ার হো‌সেন এক সংবাদ স‌ম্মেল‌নে এসব অ‌ভি‌যোগ ক‌রে ব‌লেন, সোনারগাঁ থানা যুবদলের সিনিয়র যুগ্ন আহবায়ক পদ ব‌্যবহারকারী আশরাফ ভূঁইয়ার নেতৃত্বে এএন জেড টেক্সটাইল মিলসে হামলা ও ১কোটি টাকার সম্পদ লুটপাট করা হয়। চাঁদাবাজদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে মোঃ আনোয়ার হো‌সেন প্রশাসন ও কেন্দ্রীয় ও স্থানীয় বিএন‌পি ও যুবদল নেতৃবৃ‌ন্দের হস্ত‌ক্ষেপ কামনা ক‌রে‌ছেন।

শুক্রবার (১৭ জানুয়া‌রি) নারায়ণগঞ্জ শহ‌রের ড্রিংক এন্ড ডাইন চাইনিজ রে‌স্টু‌রে‌ন্টে এক সাংবা‌দিক স‌ম্মেল‌নে মোঃ আনোয়ার হো‌সেন সাংবা‌দিক‌দের এসব কথা জানান।
এর আগে গত বুধবার সকা‌লে সোনারগাঁ‌য়ের জামপুর কদমতলী ঈদগাহ সংলগ্ন ফ‌্যাক্ট‌রি‌তে হামলা ও লুটপাট ক‌রে সোনারগাঁ থানা যুবদলের সিনিয়র যুগ্ন আহবায় আশরাফ ভূঁইয়ার নেতৃত্বে দুইশ’ থে‌কে আড়াইশ’ স্বশস্ত্র সন্ত্রাসী।

মোঃ আনোয়ার হো‌সেন সংবাদ স‌ম্মেল‌নে ব‌লেন, এঘটনার পর সোনারগাঁ বিএন‌পির নেতা মান্নান সা‌হেব‌কে জানাই তি‌নি আমা‌কে ব‌লেন থানায় অ‌ভি‌যোগ দা‌য়ের কর‌তে এর প্রেক্ষি‌তে বুধবার আমি সোনারগাঁ থানায় এক‌টি লি‌খিত অ‌ভি‌যোগ দা‌য়ের ক‌রি ।

এর আগে হামলা চলাকালীন সম‌য়ে প্রতিষ্ঠান‌টির শ্রমিকরা আমা‌কে জানা‌লে আমি স্থানীয় ফাঁ‌ড়ি পু‌লিশকে ঘটনা অব‌হিত ক‌রি। হামলা ও লুটপাট ক‌রে চ‌লে যাওয়ার প‌রে ফাঁ‌ড়ি পু‌লিশ ঘটনাস্থল প‌রিদর্শন ক‌রে যায়।

মোঃ আ‌নোয়ার হো‌সেন অ‌ভি‌যোগ ক‌রেন, মোঃ আশরাফ ভুইয়া স্বশরী‌রে‌ উপ‌স্থিত থে‌কে হামলার নেতৃত্ব দেন। এসময় তার সা‌থে আরও ছিল মোতা‌লেব মেম্বার, মুছা মিয়া, দিপু মিয়া প্রমুখ। তারা অ‌নেক গু‌লো কক‌টেল ফাটায়। অস্ত্র-শস্ত্রে স‌জ্জিত হ‌য়ে তারা চাঁদার দা‌বি‌তে ব‌্যবসা‌ প্রতিষ্ঠা‌নে হামলা চালায়। শ্রমিক‌দের মারধর ক‌রে, ভাঙচুর ক‌রেন। গু‌লি ছো‌ড়ে সেই সা‌থে বিভিন্ন অ‌স্ত্রের প্রদর্শন ক‌রে ভী‌তিকর প‌রি‌স্থি‌তি তৈ‌রি ক‌রেন। কেউ য‌দি মোবাইল বের করার চেষ্টা ক‌রে তা‌দের‌ উপর মারমু‌খি হ‌য়ে উঠে হামলাকারীরা।

অ‌ভি‌যো‌গে মোঃ আ‌নোয়ার হো‌সেন উ‌ল্লেখ ক‌রেন, গত ১৫, ২০ দিন আগে মোঃ আশরাফ ভুইয়া আমার নিকট থে‌কে ২৫ লাখ টাকা চাঁদা দা‌বি ক‌রে। প্রথ‌মে আমি অতটা গুরুত্ব দেইনি প‌রে প্রায়ই সময় বি‌ভিন্ন মোবাইল নাম্বার থে‌কে আমা‌কে ফোন দি‌য়ে ২৫ লাখ কখ‌নো ৩০ লাখ টাকা চাঁদা দা‌বি কর‌তে থা‌কে। আমি চাঁদা দি‌তে অস্বীকৃ‌তি জানা‌লে তারা আমার প্রতিষ্ঠা‌নে হামলা চালায়ও লুটপাট ক‌রে।

হামলায় আশরাফ ভুইয়ার সা‌থে আরও ছিল, মোতা‌লেব মেম্বার, মুছা মিয়া, দিপু মিয়া, নাঈম, আ‌রিফ, মোক্তার, আ‌জিজ, ইসলাম, আঃ আ‌জিজ মিয়া, মোঃ দৌলত, খোকা মিয়া, ওয়া‌সিম, নুরউ‌দ্দিন, স‌ফিকুল, ইব্রা‌হিম, মহ‌সিন, ঈসমাইল, মোঃ র‌হিমসহ অজ্ঞাত একশ` থে‌কে দেড়শ` জন স্বশস্ত্র অবস্থায় এএন‌জেড টেক্সটাইল মিলস এর কন্সট্রাকশন সাই‌টে গি‌য়ে শ্রমিকদের মারধর ক‌রে এবং চাঁদা‌দা‌বি ক‌রে। হামলাকারী উল্লি‌খিতরা আমার প্রতিষ্ঠা‌নের ৩০ টন রড, ৭০০ বস্তা সি‌মেন্ট, ৩০ টন আইভীম গা‌ড়ি‌তে ক‌রিয়া লুট ক‌রিয়া নিয়া যায়। যাহার আনুমা‌নিক বাজার মুল‌্য ১ কো‌টি টাকা। হ‌ামলাকারীরা হামলা ও লুটপাট ক‌রিয়া ক্ষান্ত হয়‌নি তারা এখন আমা‌কে প্রান না‌শের হুম‌কি দি‌চ্ছে। আনোয়ার হো‌সেন নি‌জের জীবন নি‌য়ে শঙ্কায় আছেন ব‌লে জানান সংবাদ স‌ম্মেল‌নে।

এ‌ বিষ‌য়ে মোঃ আনোয়ার হো‌সেন প্রশাসন ও বিএন‌পির কেন্দ্রীয় নেতৃবৃ‌ন্দের দৃ‌ষ্টি আকর্ষন ক‌রে ন‌্যায় বিচার পে‌তে সকলের সহ‌যোগীতা কামনা ক‌রেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2024
কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি