মোঃ রমজান হোসেন নওগাঁ জেলা প্রতিনিধিঃ
নওগাঁ জেলার এস,এস,সি ও এইচ,এস,সি ২০২৩/২৪ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, গুণীদের সম্মাননা ও প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করেছেন স্বেচ্ছাসেবী সংগঠন হেল্পলাইন হ্যালো নওগাঁ ।
শুক্রবার (৩১ জানুয়ারি) বিকেলে জেলার মহাদেবপুর উপজেলার চৌমাসিয়া (নওহাটা মোড়ে) সংগঠনের পাবলিক লাইব্রেরিতে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে ৩০ মেধাবী শিক্ষার্থী ও পাঁচ গুণীজনকে সম্মাননা দেওয়া হয়। এসময় অসহায় দুই জন প্রতিবন্ধীকে হুইল চেয়ার প্রদান করা হয়।
স্বেচ্ছাসেবী সংগঠন হেল্পলাইন হ্যালো নওগাঁর সভাপতি এ কে সাজুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমেরিকা প্রবাসী ইঞ্জিনিয়ার মোহাম্মদ রেজাউল হক।
প্রধান অতিথি কৃতী শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, “সংবর্ধনার মাধ্যমে অনুপ্রেরণা নিয়ে প্রকৃত মানুষ হয়ে দেশের কল্যাণে সকলকে কাজ করতে হবে। সবার আগে নিজেকে মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। দেশ সেরা কৃতিত্ব অর্জনের মধ্য দিয়ে সংবর্ধনা নেওয়া নতুন প্রজন্মরা আগামীতে নওগাঁকে দেশের মধ্যে পরিচিত করে তুলবে।”
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরস্বতীপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক (অবঃ) আলহাজ্ব আবদুস সামাদ তরফদার, বলিহার দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক (অবঃ) মো খবির উদ্দিন মন্ডল ও নওগাঁ পল্লী বিদ্যুৎ সমিতি এজিএম জনাব কামরুজ্জামান।
আসলাম হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন- সুশাসনের জন্য নাগরিক-সুজন নওগাঁ জেলা কমিটির সভাপতি মোফাজ্জল হোসেন, বন্দাই খাড়া টেকনিক্যাল বিএম কলেজের প্রিন্সিপাল আব্দুর রহমান রিজভী, কথাকলি লাইব্রেরীর কর্ণধার হারুন অর রশিদ, ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার অ্যান্ড সহকারী গ্রন্থাগারিক আসাদুজ্জামান জনসহ হেল্পলাইন হ্যালো নওগাঁর সদস্যরা।
Leave a Reply