মুহাম্মদ তাফাজ্জুলুল হক ফয়জী, পল্টন প্রতিনিধীঃ
আওয়ামী লীগের ফ্যাসিস্ট বিচারকদের পদত্যাগের দাবিতে আগামীকাল সকাল ১১ টায় হাইকোর্ট ঘেরাও কর্মসূচি। পালন করবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এর অন্যতম কেন্দ্রীয় সমন্বয়ক মুহাম্মদ সারজীস আলম বলেন
যেখানে আমার শহিদ ভাইবোনদের মা-বাবার কান্না থামেনি, আহত ভাইবোনদের ক্ষত শুকায়নি সেখানে শকুনরা জেগে উঠার সাহস করছে ! এদের প্রতিহত করার জন্য আবারও রক্ত দিতে প্রস্তুত ৷
তিনি আরও বলেন এই খুনি হাসিনার দালালদের কারনেই রাষ্ট্র ঠিকমতো ফাংশন করতে পারছে না ৷ এদের উৎখাত না করা পর্যন্ত দেশ সামনে আগাতে পারে না, পারবে না ৷অতএব যেখানে আমার শহিদ ভাইবোনদের মা-বাবার কান্না থামেনি, আহত ভাইবোনদের ক্ষত শুকায়নি সেখানে শকুনরা জেগে উঠার সাহস করছে ! এদের প্রতিহত করার জন্য আবারও রক্ত দিতে প্রস্তুত ৷ সকাল ১১টায় রাজু ভাস্কর্যে জড়ো হয়ে সেখান থেকে একসাথে হাইকোর্ট অভিমুখে যাত্রা ৷ আবারো কালো শকুনদের উৎখাত করতে রাজপথ প্রকম্পিত হবে৷
Leave a Reply