রাসেল শেখ, জেলা প্রতিনিধি: নড়াইল থেকে:
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্বাস্থ্য কামনায় নড়াইলের কালিয়ায় দোয়া, আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।কালিয়া উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে শুক্রবার স্থানীয় পৌর কমিউনিটি সেন্টার প্রাঙ্গনে দলীয় নেতা-কর্মীদের নিয়ে এই দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।বিভিন্ন এলাকা থেকে হাজার হাজার দলীয় নেতা-কর্মী এ অনুষ্ঠানে যোগ দেন। জামায়াতে ইসলামী কালিয়া উপজেলা শাখার নেতৃবৃন্দও দোয়া এবং ইফতার মাহফিলে যোগদান করেন। জাতীয়তাবাদীদলের কালিয়া উপজেলা শাখার সভাপতি সরদার আনোয়ার হোসেনের সভাপতিত্বে এ দোয়া, আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা, ড্যাব ও সম্মিলিত পেশাজীবী সংগঠনের নেতা ডা: আহমেদ শফিকুল হায়দার পারভেজ।বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খৃষ্টান কল্যাণ ফ্রন্টের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সুকেশ সাহা আনন্দ, বিএনপি নেতা এম. রবিউল ইসলাম সাগর,কালিয়া পৌর বিএনপির সহ-সভাপতি মো: রবিউল ইসলাম রবি, উপজেলা বিএনপির যুগ্ন সাধারন সম্পাদক গোলাম কিবরিয়া মিটু।আরও বক্তৃতা করেন পৌর বিএনপির সাধারন সম্পাদক সেলিম রেজা ইউসুফ, কালিয়া উপজেলা জামায়াতের আমীর মাওলানা তরিকুল ইসলাম, জাসাসের জেলা সেক্রেটারি স,ম ইকরাম রেজা,উপজেলা কৃষকদলের সাবেক সভাপতি এম রেজাউল করিম, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি মো: মাইনুল ইসলাম, পৌর যুবদলের সাবেক সভাপতি মোল্যা বকতিয়ার হোসেন,এফএম ফেরদৌস মামুন।এ অনুষ্ঠান সফল করতে সার্বিকভাবে সহযোগিতা করেন যুক্তরাষ্ট্রের টেক্সাস স্টেট বিএনপির সেক্রেটারি শেখ জহিরুল ইসলাম।
প্রধান অতিথি ডা: আহমেদ শফিকুল হায়দার পারভেজ বলেন,আগামি জাতীয় সংসদ নির্বাচন ফেয়ার হলে তারেক রহমানের নেতৃত্বে বিএনপির বিজয় নিশ্চিত ইনশাআল্লাহ। বিগত ফ্যাসিস্ট সরকারের ১৫ বছরের জঞ্জালময় পরিবেশ ও কুশাসনের পূনরাবৃত্তি কখনোই ঘটবেনা বিএনপি ক্ষমতায় গেলে।তারেক রহমান ৩১দফা বাস্তবায়নের মধ্য দিয়ে দেশকে স্বচ্ছতার সাথে এগিয়ে নিয়ে যেতে চান।গনতান্ত্রিকভাবে দেশ পরিচালনায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।কালিয়ার সন্তান হিসেবে আমি গর্ববোধ করি।পাশাপাশি গোটা উপজেলায় বসবাস উপযোগি শান্তিপূর্ণ পরিবেশ গড়ে তুলতে চাই
Leave a Reply