1. abukowsarmithu@gmail.com : abuko wsarmithu : abuko wsarmithu
  2. admin@dainikgonotontro.com : gontadmin :
বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ১২:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
আগামীকাল বুধবার আবুরখীল শান্তিময় বিহারে গুনীজন সম্মাননা ও ধর্মসভা বাংলাদেশ মানবাধিকার ফোরামের উদ্যোগে দোয়া ও আলোচনা সভা দিনাজপুরে ওয়ার্ড ভিশনের আয়োজনে অতি-দরিদ্র পরিবারের নগদ অর্থ বিতরণ বিরলে ধর্ষণের অপরাধে বালিকা মাদ্রাসার পরিচালক গ্রেফতার নরসিংদীর শিবপুরে স্ত্রীকে হত্যাকান্ডের ঘাতক স্বামী তারেক ও হাসু বেগম গ্রেফতার যশোরের শার্শা উপজেলায় বজ্রপাতে ১ কৃষকের মৃত্যু শ্রীমঙ্গলে দুর্নীতি বিরোধী আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত চট্টগ্রামে আহছানিয়া মিশনের উদ্যোগে এইডস সচেতনতামূলক এডভোকেসি সভা কালিয়ায় যুবকের মরদেহ উদ্ধার বিদ্যালয়ের গেট থেকে তুলে নিয়ে ছাত্রীকে ধর্ষণ, যুবক গ্রেফতার ।

যশোরে নববর্ষ বরণে মঙ্গশোভাযাত্রার উপকরণ প্রস্তুতের উদ্বোধন

  • প্রকাশিত : শনিবার, ২২ মার্চ, ২০২৫
  • ১৫ বার পাঠ করা হয়েছে

মনির হোসেন , বেনাপোল প্রতিনিধি যশোর

 

বাঙালীর অন্যতম প্রধান উৎসব পহেলা বৈশাখের অবিচ্ছেদ্য অংশে পরিণত হয়েছে মঙ্গল শোভাযাত্রা। বাংলা নববর্ষের প্রথম প্রহরে এ ‘মঙ্গল শোভযাত্রা’র পথিকৃৎ যে যশোরের চারুপীঠ তা কারো অজানা নয়। এ শোভাযাত্রা এখন বিশ্বের গুরুত্বপূর্ণ ‘সাংস্কৃতিক ঐতিহ্য’ হিসেবেও স্বীকৃত। প্রতিবছরের মতো এবারও যশোরে বর্ণাঢ্য আয়োজনে নববর্ষ বরণের প্রস্তুতি চলছে। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন তাদের প্রস্তুতি শুরু করেছে।

বিভিন্ন সংগঠনের বর্নাঢ্য সাংস্কৃতিক আয়োজনের চিন্তা থাকলেও বরাবরই চারুপীঠ ‘মঙ্গল শোভযাত্রা’র প্রতি সবেথেকে বেশি গুরুত্বারোপ করে। এবারো তার ব্যতিক্রম হচ্ছে না।

 

শনিবার ( ২২ মার্চ) সকালে আনুষ্ঠানিক আয়োজনে চারুপীঠ যশোর মঙ্গশোভাযাত্রার উপকরণ প্রস্তুত করার কাজ উদ্বোধন করেছে।

চারপীঠ সভপতি হারুন অর রশীদের সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক মুমুনুর রশীদের সঞ্চালনায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যশোর জেলার প্রধান সমন্বয়ক শিল্পী রাশেদ খান এ কার্যক্রম উদ্বোধন করেন। সংক্ষিপ্ত আলোচনা পর্বে বক্তব্য রাখেন মঙ্গল শোভাযাত্রার উদ্ভাবক মাহবুব জামাল শামীম, মফিজুর রহমার রুন্নু, অধ্যক্ষ শাহিন ইকবাল, তরিকুল ইসলাম তারু,পরিতোষ বাউলসহ অন্যরা।

চারপীঠ সভাপতি হারুন অর রশীদ জানান, এবারের মঙ্গল শোভাযাত্রার থিম ‘এসো যতনে রাখি ভূবণ’। শোভাযাত্রাকে বর্ণিল ও আকর্ষণীয় করতে থিমের সাথে সামঞ্জস্যপূর্ণসব উপকরণ তৈরি হবে। প্রতিবছরের মতো এবারও তা সকলের হৃদয় জয় করবে বলে আশা প্রকাশ করেন তিনি।

মঙ্গল শোভাযাত্রার জনক মাহবুব জামাল শামীম বলেন, স্বাধীন বাংলাদেশের মানুষের জীবনকে শিল্পবিবর্জিত, গুণহীন, জড়তা, বন্দীদশা থেকে মুক্ত করে প্রাণখোলা-গুণী-রসিক-শিল্পীত জাতি হিসেবে গড়ে তোলার লক্ষ নিয়ে ১৩৯২ বঙ্গাব্দে যশোর শহরে মঙ্গল শোভাযাত্রার রূপায়ণ ও প্রচলন করা হয়। এর সঙ্গে যুক্ত করা হয় সব সাংস্কৃতিক সংগঠন, প্রতিষ্ঠান এবং ব্যক্তিকে। এটি শিল্পের একটি সামাজিক আন্দোলন হিসেবে শুরু হয়। যাতে আবহমান বাংলার নৃত্য ও বাদ্যসহ দৃশ্যমান শিল্পের আঙ্গিক ও লোক ঐতিহ্যের মোটিভ খোজা শুরু হয়, শুরু হয় শেকড়ের সন্ধানে যাত্রা। বাঙালীর এ শিল্পের আঙ্গিক ও লোক ঐতিহ্যে সর্বদা সমান্নত ও অক্ষুন্ন থাকবে বলে আশা প্রকাশ করেন তিনি

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2024
কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি