মনির হোসেন বেনাপোল
বাংলাদেশ জাতীয়তাবাদী দল(বিএনপি)’র প্রতিষ্ঠাতা মরহুম শহীদ জিয়াউর রহমান স্মরণে যশোর জেলার শার্শা উপজেলার বেনাপোল থানাধীন রঘুনাথপুরে এক মনোমুগ্ধকর ভলিবল টুর্ণামেন্ট-২০২৫ অনুষ্ঠিত হয়।
শুক্রবার(৪ এপ্রিল) রঘুনাথপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে বিকাল ৪ টায় অনুষ্ঠিত “রঘুনাথপুর স্পোর্টিং ক্লাব” কর্তৃক আয়োজিত নক আউট পদ্ধতিতে খেলার সভাপতিত্ব করেন মো.বেলায়েত হোসেন(সভাপতি,০১ নং ওয়ার্ড বিএনপি)। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো.মফিজুর রহমান মফিজ(সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক,যশোর জেলা যুবদল ও যুগ্ম-সাধারণ সম্পাদক,বেনাপোল পৌর বিএনপি)।
অনুষ্ঠানে বিশেষ অতিথিবর্গের মধ্যে উপস্থিত ছিলেন-
বাহাদুরপুর ইউনিয়ন বিএনপি’র সদস্য- মো.আসাদুজ্জামান আসাদ,রঘুনাথপুর ০১নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক-মো.আবু তাহের,বিশিষ্ঠ ব্যবসায়ী-মো.সাইফুর রহমান,বিশিষ্ঠ ব্যবসায়ী-মো.সজিবুর রহমান ও প্রাইমারী স্কুলের প্রধান শিক্ষক বজলুর রহমান।
এ ছাড়াও স্থানীয় বিএনপি’র বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ টুর্ণামেন্টের ঐ অনুষ্ঠানে অংশ নিয়ে দিবা-রাত্রের খেলাটি উপভোগ করেন।
খেলায় মোট ৪টি দল অংশ নেন-
১। আলহাজ্ব নুরুজ্জামান লিটন ভলিবল দল, বেনাপোল-
২। সাতক্ষীরা জেলা ভলিবল-
৩। ইমদা ভবিবল দল (রাহাত ট্রেডার্স)।
৪। আলোর প্রদ্বীপ স্বেচ্ছাসেবী সংগঠন,ঘীবা- ।
খেলায় ১ম পুরস্কার হিসেবে রাখা হয় নগদ ৫০.০০০/-(পঞ্চাশ হাজার টাকা) এবং ২য় পুরস্কার হিসেবে রাখা হয় নগদ ৩০.০০০/-(ত্রিশ হাজার টাকা)।
এ ছাড়াও অন্যান্য পুরস্কার প্রদান করা হয়
Leave a Reply