1. abukowsarmithu@gmail.com : abuko wsarmithu : abuko wsarmithu
  2. admin@dainikgonotontro.com : gontadmin :
সোমবার, ২৮ এপ্রিল ২০২৫, ১১:৩১ অপরাহ্ন
শিরোনাম :
সিদ্ধিরগঞ্জে জমি জবর দখল করতে বেকু দিয়ে নির্মাণাধীন দোকান ভাংচুরের অভিযোগ জাইতুন সাহাজউদ্দিন ফাউন্ডেশনের উদ্যোগে ২৭০তম জন্মবার্ষিকী উৎযাপন বৈষম্যবিরোধী ছাএ আন্দোলনে আহত এবং প্রতিহিংসা মূলক সম্পওি আত্মসাৎতের জন্য হত্যা চেষ্টা করা হয় সাংবাদিক মাহাবুব হাওলাদার কে ————– রূপগঞ্জে যুব মহিলালীগ নেত্রী গ্রেফতার বন্ধ জুট মিল খুলে দেওয়ার দাবিতে সীতাকুণ্ডে মানববন্ধন নড়াইলে ব্যবসায়ীদের সাংবাদিক সম্মেলন ও মানবন্ধন বালুয়ায় ছাত্র-জনতার মুহুর্মুহু স্লোগান ‘রংপুরে নয়, গাইবান্ধায় চাই চীনের মৈত্রী হাসপাতাল শার্শা উপজেলায় ফেনসিডিলসহ যুবক আটক দফের আবিষ্কার ও প্রচলন ইতিহাস রাজশাহীতে তীব্র গরমে পথচারীর পাশে খাবার পানিও স্যালাইন বিতরণ

বাতাকান্দি আদর্শ স্কুল এন্ড কলেজের আজীবন দাতা সদস্য হলেন লায়ন এবিএম শাহাদাত হোসেন

  • প্রকাশিত : মঙ্গলবার, ৮ এপ্রিল, ২০২৫
  • ৩৮ বার পাঠ করা হয়েছে

‎মোহাম্মদ আবু নাছের, ব্যুরো চীফ নোয়াখালী:

‎নোয়াখালী সেনবাগের বাতাকান্দি আদর্শ স্কুল এন্ড কলেজের আজীবন দাতা সদস্য হলেন লায়ন এবিএম শাহাদাত হোসেন।

‎মঙ্গলবার ( ৮ এপ্রিল ) নোয়াখালী সেনবাগ উপজেলার বাতাকান্দি গ্রাম নিবাসী, বিশিষ্ট সমাজসেবক ও মরহুম এবিএম তোফাজ্জল হোসেন সাহেবের সুযোগ্য জ্যেষ্ঠ পুত্র, টপস্টার গ্রুপের পরিচালক লায়ন এবিএম শাহাদাত হোসেন এবার নিজ এলাকার শিক্ষার উন্নয়নে বাতাকান্দি আদর্শ স্কুল এন্ড কলেজের আজীবন দাতা সদস্য হয়ে এক মহতী দৃষ্টান্ত স্থাপন করলেন।

‎তিনি সম্পূর্ণ স্বতঃপ্রণোদিতভাবে পে-অর্ডারের মাধ্যমে ৩ (তিন) লক্ষ টাকা নিঃস্বার্থভাবে প্রদান করে বাতাকান্দি আদর্শ স্কুল এন্ড কলেজ -এর আজীবন দাতা সদস্য হিসেবে নিজের নাম অন্তর্ভুক্ত করালেন। তাঁর এই মহানুভবতা নিঃসন্দেহে স্থানীয় শিক্ষার উন্নয়নে এক উজ্জ্বল অধ্যায় হিসেবে চিহ্নিত হয়ে থাকবে।

‎লায়ন এবিএম শাহাদাত হোসেন এর পক্ষ থেকে তাঁর ছোট ভাই এবিএম মোয়াজ্জেন হোসেন, ও মোঃ হাসান ইকবাল লিটন অধ্যক্ষের নিকট ৩লক্ষ টাকার পে- অর্ডার হস্তান্তর করেন।

‎এসময় উপস্থিত ছিলেন, সৈয়দ রুহুল আমিন স্মৃতি একাডেমীর সিইও লায়ন মো: আবদুস ছাত্তার, বাতাকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক শিক্ষক আবদুস সাত্তার, সৈয়দ হারুন ফাউন্ডেশন এর আহ্বায়ক আহমেদ জাবের ও সদস্য সচিব কাউছার আহমেদ।

‎বর্তমানে টপস্টার গ্রুপের হেড অফিসে (গুলশান) কর্মরত লায়ন এবিএম শাহাদাত হোসেন সপরিবারে উত্তরা এলাকায় স্থায়ীভাবে বসবাস করছেন। পারিবারিক জীবনে তিনি টপস্টার গ্রূপের ব্যবস্থাপনা পরিচালক লায়ন সৈয়দ হারুন এমজেএফ এর একমাত্র ভগ্নিপতি। তাঁর পরিবারের সদস্যরা শিক্ষা ও কর্মক্ষেত্রে নিজেদের সুপ্রতিষ্ঠিত করেছেন এবং তাঁর বড় ছেলে সাপ্লাই চেইন ম্যানেজমেন্টে মাস্টার্স ডিগ্রিধারী এবং বর্তমানে কানাডা প্রবাসী। মেজো ছেলে আমেরিকা থেকে বিবিএ সম্পন্ন করে বর্তমানে আমেরিকায় কর্মরত এবং সুপ্রতিষ্ঠিত। সেজো ছেলে কানাডা থেকে বিবিএ সম্পন্ন করে সেখানেই পেশাগতভাবে প্রতিষ্ঠিত। ছোট ছেলে বর্তমানে ঢাকায় পরিবারের সঙ্গে থেকে আরবী কারিকুলামে নবম শ্রেণীতে অধ্যয়নরত।

‎এদিকে বাতাকান্দি আদর্শ স্কুল অ্যান্ড কলেজ এর বর্তমান ম্যানেজিং কমিটির সভাপতি শারমিন আক্তার, সদস্য সচিব (অধ্যক্ষ) মাওলানা মো: নূরুল হুদা, কমিটির সদস্যবৃন্দ, সকল শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তা-কর্মচারী এবং ছাত্রছাত্রী সহ সংশ্লিষ্ট সকলেই লায়ন এবিএম শাহাদাত হোসেন এর এই মহানুভবতার জন্য আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন ও মহান রাব্বুল আলামিনের দরবারে দোয়া কামনা করেন, আল্লাহ যেন লায়ন এবিএম শাহাদাত হোসেন কে সুস্থতা, দীর্ঘ নেক হায়াত ও পার্থিব-পরকালীন সফলতা দান করেন, আমিন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2024
কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি