1. abukowsarmithu@gmail.com : abuko wsarmithu : abuko wsarmithu
  2. admin@dainikgonotontro.com : gontadmin :
শনিবার, ২৬ এপ্রিল ২০২৫, ১০:১৩ অপরাহ্ন
শিরোনাম :
বৈষম্যবিরোধী ছাএ আন্দোলনে আহত এবং প্রতিহিংসা মূলক সম্পওি আত্মসাৎতের জন্য হত্যা চেষ্টা করা হয় সাংবাদিক মাহাবুব হাওলাদার কে ————– রূপগঞ্জে যুব মহিলালীগ নেত্রী গ্রেফতার বন্ধ জুট মিল খুলে দেওয়ার দাবিতে সীতাকুণ্ডে মানববন্ধন নড়াইলে ব্যবসায়ীদের সাংবাদিক সম্মেলন ও মানবন্ধন বালুয়ায় ছাত্র-জনতার মুহুর্মুহু স্লোগান ‘রংপুরে নয়, গাইবান্ধায় চাই চীনের মৈত্রী হাসপাতাল শার্শা উপজেলায় ফেনসিডিলসহ যুবক আটক দফের আবিষ্কার ও প্রচলন ইতিহাস রাজশাহীতে তীব্র গরমে পথচারীর পাশে খাবার পানিও স্যালাইন বিতরণ নার্সিং ও মিডওয়াইফারি ডিপ্লোমা কোর্সকে স্নাতক সমমানের দাবীতে মৌলভীবাজারে মানববন্ধন নার্সিং ও মিডওয়াইফারি ডিপ্লোমা কোর্সকে স্নাতক সমমানের দাবীতে মৌলভীবাজারে মানববন্ধন

শ্রীমঙ্গলে তাই এলুমিনিয়ামের গুদামঘরে আগুন লাগানোর অভিযোগ

  • প্রকাশিত : রবিবার, ১৩ এপ্রিল, ২০২৫
  • ৭২ বার পাঠ করা হয়েছে

দেওয়ান মাসুকুর রহমান

নিজস্ব সংবাদদাতা | শ্রীমঙ্গল (মৌলভীবাজার), ১৩ এপ্রিল ২০২৫ : শ্রীমঙ্গল শহরের থাই এলুমিনিয়াম এন্ড গ্লাস হাউজের নিজ সাকিনস্থ গুদামঘরে কে বা কারা আগুন লাগিয়ে ক্ষতিসাধনের অভিযোগ পাওয়া গেছে।

 

এ ব্যাপারে শ্রীমঙ্গল থানায় এক অভিযোগ দায়ের করেছেন শ্রীমঙ্গল থাই এলুমিনিয়াম এন্ড গ্লাস হাউজের স্বত্বাধিকারী রমজান মিয়া সুমন।

 

বিলম্বে প্রাপ্ত অভিযোগপত্রে বলা হয়, শ্রীমঙ্গল শহরের মৌলভীবাজার রোডে শ্রীমঙ্গল থাই এ্যালুমিনিয়াম এন্ড গ্লাস হাউজের একটি দোকান আছে। গত ৯ এপ্রিল ২০২৫ রাত আনুমানিক সাড়ে ৮টায় ক্যাথলিক মিশন রোড সাকিনস্থ গোদাম ঘরে কে বা কারা আগুন লাগিয়ে দিয়ে ক্ষতিসাধন করে। এ গুদামে নির্মানাধীন বাড়ি তৈরীর সরঞ্জমাদি ছিল।

 

অভিযোগপত্রে রমজান মিয়া সুমন আরও বলেন, বাড়ির আশপাশের লোকজন আমাকে মোবাইল ফোনের মাধ্যমে জানাইলে আমি সাথে সাথে দোকান হইতে ঘটনাস্থলে গিয়ে ঘটনার বিষয়ে অবগত হই। পরবর্তীতে আশপাশের লোকজনের সহযোগিতায় আগুন নেভাতে সক্ষম হই। কিন্তু ততক্ষনে গুদামঘরের ভিতর রক্ষিত নির্মানাধীন ঘর তৈরীর আনুসাঙ্গিক মালামাল আগুনে পুড়ে যায়। এতে আনুমানিক ৫৫ হাজার টাকার ক্ষতিসাধন হয়। ঘটনার বিষয়ে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গদের অবহিত করি এবং অজ্ঞাতনামা ব্যক্তিদের সনাক্ত করার চেষ্টা করি। এতে থানায় এসে অভিযোগ দায়েরে বিলম্ব হয়।

 

এ অভিযোগের প্রেক্ষিতে এসআই নাহিদুল ইসলাম ঘটনাস্থলে সরেজমিনে পরিদর্শন করেছেন বলে শ্রীমঙ্গল থাই এ্যালুমিনিয়াম এন্ড গ্লাস হাউজের স্বত্বাধিকারী রমজান মিয়া সুমন জানান।

 

অভিযোগপত্রটি নিম্নে তুলে ধরা হলো বরাবর অফিসার ইনচার্জ

শ্রীমঙ্গল থানা, মৌলভীবাজার। বিষয়। অভিযোগ।

 

দরখাস্থকারীঃ রমজান মিয়া সুমন (৩১), পিতা-মৃত আব্দুল জব্বার, সাং-ক্যাথলিক মিশন রোড, ০৩নং শ্রীমঙ্গল ইউপি, থানা-শ্রীমঙ্গল, জেলা-মৌলভীবাজার।

 

বিবাদী। ১। অজ্ঞাতমানা সাক্ষী। ১। সুমন মিয়া (৩২), পিতা-মনর মিয়া, সাং-কাকিয়াবাজার, ২। রিপন ঘোষ (২৪), পিতা-সমর, সাং-কালীবাড়ি (ভূজপুর), ৩। নাহিদ ইসমাল (২২), পিতা-অজ্ঞাত, সাং-রূপসপুর, থানা-শ্রীমঙ্গল, জেলা- মৌলভীবাজারসহ আরও অনেকেই।

 

ঘটনার তারিখ ও সময়: ০৯/০৪/২০২৫ খ্রিঃ রাত আনুমানিক ০৮.৩০ ঘটিকা।

 

ঘটনাস্থল: শ্রীমঙ্গল থানাধীন ০৩নং শ্রীমঙ্গল ইউপির অন্তর্গত ক্যাথলিক মিশন রোড সাকিনস্থ বাদীর গোদাম ঘর।

 

জনাব,

যথাবিহীত সম্মান প্রদর্শন পূর্বক বিনীত নিবেদন এই যে, আমি নিম্ন স্বাক্ষরকারী রমজান মিয়া সুমন (৩১), পিতা-মৃত আব্দুল জব্বার, সাং-ক্যাথলিক মিশন রোড, ০৩নং শ্রীমঙ্গল ইউপি, থানা-শ্রীমঙ্গল, জেলা- মৌলভীবাজার থানায় হাজির হইয়া এই মর্মে অভিযোগ দাখিল করিতেছি যে, আমি একজন ব্যবসায়ী। শ্রীমঙ্গল থাই এ্যালুমিনিয়াম এন্ড গ্লাস হাউজ নামক মৌলভীবাজার রোডস্থ আমার একটি দোকান আছে ঘটনার তারিখ ও সময় অর্থাৎ গত ০৯/০৪/২০২৫ খ্রিঃ রাত আনুমানিক ০৮.৩০ ঘটিকায় ঘটনাস্থল শ্রীমঙ্গল থানাধীন ০৩নং শ্রীমঙ্গল ইউপির অন্তর্গত ক্যাথলিক মিশন রোড সাকিনস্থ আমার গোদাম ঘর যাহাতে আমার নির্মানাধীন বাড়ি তৈরীর সরঞ্জমাদি ছিল। উক্ত গোদাম ঘরটি অজ্ঞাতনামা ব্যক্তি কে বা কাহারা ঘটনার তারিখ ও সময়ে ঘটনাস্থলে আসিয়া আগুন লাগাইয়া ঘটনাস্থল হইতে পলাইয়া যায়। উক্ত বিষয়ে আমার নির্মানাধীন। বাড়ির আশপাশের লোকজন আমাকে মোবাইল ফোনের মাধ্যমে জানাইলে আমি সাথে সাথে দোকান হইতে ঘটনাস্থলে যাইয়া ঘটনার বিষয়ে অবগত হই। পরবর্তীতে আমি, কতেক সাক্ষীগন ও আশপাশের লোকজনের সহযোগিতায় আগুন নেভাতে সক্ষম হই। গোদাম ঘরের ভিতর রক্ষিত নির্মানাধীন ঘর তৈরীর আনুসাঙ্গিক মালামাল আগুনে পুড়িয়া অনুমান ৫৫,০০০/- টাকার ক্ষতি সাধন হয়। অজ্ঞাতনামা ব্যক্তির এহেন কার্যে আমি চরম হতাশার মধ্যে ভূগিতেছি। ঘটনার বিষয়ে এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গদের অবহিত করিয়া এবং অজ্ঞাতনামা ব্যক্তিদের সনাক্ত করার চেষ্টা করিয়া থানায় আসিয়া অভিযোগ দায়েরে সামান্য বিলম্ব হইল। অতএব, উপরোক্ত বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করিতে মর্জি হয়।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2024
কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি